রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩৫ জন। শনিবার (৮ জুলাই) উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বোর্ডের ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন এনা পরিবহনের চালক সোহেল (৩৫), আল আমিন (৪০) ও ছেলে নাইম (৪) আল আমিনের স্ত্রী মিতালী বেগম।
জানা যায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা এনা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অনিন্দ্য পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি ট্রাক সাইড নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে বাবা- ছেলে মারা যায়। এ ঘটনায় আরও ৩০-৩৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রংপুরের পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও পীরগঞ্জ থানা পুলিশ উদ্ধারে কাজ করেছে।
Source link