৫ জুলাই, ২০২৩ ১৭:৩৫
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আটক দুই ব্যক্তি ও জব্দকৃত ফেনসিডিল
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ফেনসিডিলের বড় চালান জব্দ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাঘা থানার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের জামালের আমবাগান থেকে ৭৪৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় ভারতীয় নাগরিকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-বাঘা উপজেলার আলাইপুর গ্রামের চপল আলী (৩৫) ও ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার কাগমারির জামরুল শেখ (৩৪)।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, গ্রেফতার ভারতীয় নাগরিক জামরুল মঙ্গলবার রাতে ফেনসিডিলের চালান নিয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা এই ফেনসিডিল জামালের আমবাগানে গ্রহণ করবে এমন তথ্য পেয়ে গোয়েন্দা শাখার সদস্যরা আম গাছে উঠে অপেক্ষা করতে থাকে। ভারতীয় নাগরিক জামরুল দেশি মাদক ব্যবসায়ীদের কাছে ফেনসিডিলের বস্তা হস্তান্তর করার এক পর্যায়ে ডিবি সদস্যরা তাদের উপর ঝাঁপিয়ে পড়লে তিন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় এবং দুইজনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জামরুল জানায়, এর আগেও সে এমন বড় চালান বাংলাদেশে এনেছে। বর্ষাকালে নদীতে পর্যাপ্ত পানি থাকায় ফেনসিডিল বহন করতে সুবিধা হয়। ফেনসিডিলের বস্তা টিউবের সঙ্গে বেঁধে সাঁতরে নদী পাড়ি দেয়।
জিজ্ঞাসাবাদে আটক চপল জানায়, সে দীর্ঘদিন ধরে ফেনসিডিলের ব্যবসা করে আসছে। সে বাঘা থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার নামে বাঘা থানায় পাঁচটি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের মামলা আছে। এ ঘটনায় বাঘা থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই
Source link