সরকারি ওয়েবসাইট থেকে বাংলাদেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস
সরকারি ওয়েবসাইট থেকে বাংলাদেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস

ছবির উৎস, বিবিসি নিউজ বাংলা

সরকারি ওয়েবসাইট থেকে বাংলাদেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস – দৈনিক সংবাদের প্রধান শিরোনাম। এই খবরে বলা হয়েছে সরকারি ওয়েবসাইট থেকে দেশের বিপুল সংখ্যক নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে। এর মধ্যে নাগরিকদের নাম, ফোন নম্বর, ইমেইল ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র নম্বর রয়েছে। এসব তথ্য ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। তবে নির্বাচন কমিশন বা ইসির দাবি, তাদের ডেটাবেইজ সুরিক্ষত রয়েছে।

মার্কিন প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট থেকে তথ্য ফাঁসের এ ঘটনা ঘটেছে। তবে, কোন ওয়েবসাইট থেকে তথ্যগুলো উন্মুক্ত হয়েছে, তা প্রকাশ করেনি টেকক্রাঞ্চ।

প্রায় সবকয়টি গণমাধ্যম খবরটি ছেপেছে।

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার খবরটির শিরোনাম করেছে Hackers feast on govt sites ।তারা বলছে সাধারণ নির্বাচন যখন আসন্ন সেসময় সাইবার অ্যাটাক ও ব্যক্তিগত তথ্যফাঁসের ঘটনা মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। আর যার সবশেষ সন্দেহ করা হচ্ছে যে রেজিস্ট্রার জেনারেল, বার্থ ও ডেথ রেজিট্রেশন – বিডিআরআইএস অফিস থেকে প্রায় পাঁচ কোটি নাগরিকের তথ্য প্রকাশ হয়ে পড়ে।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *