হোয়াটসঅ্যাপে এই 10 সুরক্ষা চিনে নিন, আসবে না ভুয়ো কল ও মেসেজ! – whatsapp now offers 10 privacy features to protect your account
হোয়াটসঅ্যাপে এই 10 সুরক্ষা চিনে নিন, আসবে না ভুয়ো কল ও মেসেজ! – whatsapp now offers 10 privacy features to protect your account

ইউজারদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ মাঝে মধ্যে নতুন কিছু আপডেট আনতে থাকে। কোনও আপডেট হয় মজার আবার কিছু ভীষণ গুরুত্বপূর্ণ। ইউজারদের প্রাইভেসি যাতে নিরাপদ থাকে তার জন্য বেশ কিছু ফিচার্স প্ল্যাটফর্মে যোগ করেছে সংস্থা।বিগত দিনে এই অ্যাপে যে হারে অচেনা ফোন কল, ভুয়ো মেসেজের সংখ্যা বেড়েছে তাতে কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। কিন্তু আশ্চর্যজনক বিষয় হল, এই ফিচারগুলি থাকা খুব মানুষ এগুলির সম্পর্কে জানেন। তাই আজই নিজের হোয়াটসঅ্যাপ নিরাপদ রাখতে এই 10 প্রাইভেসি ফিচার জেনে নিন।

চ্যাট লক : হোয়াটসঅ্যাপে যে কোনও চ্যাট এবার থেকে তালাবন্ধ রাখতে পারবেন। যেমন ফোন লক রাখেন ঠিক তেমনই বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে চ্যাট লক রাখতে পারবেন যাতে তৃতীয় ব্যক্তির নাগালে সেই চ্যাট না পৌঁছয়।
WhatsApp Feature : QR কোড স্ক্যান করেই পুরনো থেকে নতুন ফোনে চ্যাট ট্রান্সফার! উপায় জেনে নিন
রিড রিসিপ্ট : আপনাকে যে মেসেজ পাঠালো সে বুঝতেই পারবে না যে আপনি মেসেজটি পড়েছেন কিনা। সেটিংসে প্রাইভেসিতে গিয়ে রিড রিসিপ্ট বন্ধ করলে মেসেজে আর ব্লু টিক পড়বে না।

সাইলেন্স কল : যাদের কাছেই আপনার নম্বর রয়েছে তারা আপনাকে হোয়াটসঅ্যাপে ফোন করে জ্বালাতন করতে পারে। এর জন্য প্রাইভেসি সেটিংসে গিয়ে এই সমস্ত কল সাইলেন্স করে দিতে পারেন।

ফিঙ্গারপ্রিন্ট লক : হোয়াটসঅ্যাপে নিরাপত্তা স্তর বাড়াতে এটি ফিঙ্গারপ্রিন্ট লক করে রেখে দিতে পারেন। এর জন্য সেটিংস তারপর প্রাইভেসিতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট লক অপশনটি চালু করে দিতে হবে।
Pink WhatsApp Scam : আপনার হোয়াটসঅ্যাপের রং কি গোলাপি? ভয়ঙ্কর জালিয়াতি থেকে সাবধান
স্টেটাস হাইড : নির্দিষ্ট কিছু ব্যক্তিদের থেকে নিজের প্রোফাইল পিকচার, স্টেটাস এবং লাস্ট সিন লুকোনোরও সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে।

অচেনা ব্যক্তিদের ব্লক : আপনার নম্বর কোনও অচেনা ব্যক্তির কাছে গেলে সে আপনাকে মেসেজ বা কল করতে পারে। পাশাপাশি তারা আপনাকে বিভিন্ন গ্রূপে অ্যাড করতে পারে। নিরাপত্তার জন্য আপনি সেই ব্যক্তিকে ব্লক করতে পারেন।

হোয়াটস্যাপ গ্রূপ : পাশাপাশি আপনাকে কে কে গ্রূপে অ্যাড করতে পারবে সেটিও সিলেক্ট করে রাখতে পারেন হোয়াটসঅ্যাপে।

WhatsApp Spam Call : অচেনা কল চুপ করাতে নয়া ফিচার হোয়াটসঅ্যাপে, নিরাপদ থাকতে জেনে নিন
চুপিচুপি হোয়াটসঅ্যাপ : আপনি হোয়াটসঅ্যাপ তা কেউই জানতে পারবে না। সাধারণত কেউ যখন হোয়াটসঅ্যাপ ওপেন তখন তাঁকে অনলাইন দেখায়। তবে এটি বন্ধ করতে পারেন। যার ফলে বুঝতে পারবে না যে আপনি অন আছেন।

ডিসঅ্যাপিয়ারিং মেসেজ : আপনি যাকে মেসেজ করবেন সেই মেসেজ নির্দিষ্ট সময় পর আপনা আপনি উধাও হয়ে যাবে। এর জন্য চ্যাট অপশনেই রয়েছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। 24 ঘণ্টা, 7 দিন বা 90 দিন সময়সীমা বেছে নিতে পারেন।

2 স্টেপ ভেরিফিকেশন : ভীষণ জরুরি একটি ফিচার। নিজের হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখতে 2 স্টেপ ভেরিফিকেশন করে রাখতে পারেন। এর জন্য একটি 6 ডিজিটের পিন দিতে হবে। অ্যাপের অ্যাকাউন্ট অপশনে এই ফিচার পেয়ে যাবেন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *