জার্মান বুন্দেসলিগায় শেষ ম্যাচে মেইঞ্জের সঙ্গে বুরুশিয়া ডর্টমুন্ড ড্র করায় মৌসুমের শিরোপা জেতে বায়ার্ন মিউনিখ। পুরো মৌসুমজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে এ বছর বুন্দেসলিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডর্টমুন্ড মিডফিল্ডার ইংল্যান্ডের ১৯ বছরের তরুণ জুড বেলিংহাম। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল লিভারপুলে যোগ দেবেন উদীয়মান এই ইংলিশ তারকা। সবাইকে অবাক করে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১০৩ মিলিয়ন ইউরোতে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি করেছেন তিনি।
জনপ্রিয় ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, জার্মান ক্লাব বুরুশিয়া থেকে ৮৮ দশমিক ৫ মিলিয়ন পাউন্ডে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দিচ্ছেন বেলিংহাম। সাইনিং বোনাস হিসেবে পাবেন ২৫ মিলিয়ন পাউন্ড। উভয়পক্ষ সম্মত হলে চুক্তির মেয়াদ আরও বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। প্রতি বছর ১০ থেকে ১২ মিলিয়ন ইউরো বেতন দেবে স্পেনের সফলতম ক্লাব।
বুধবার (৭ জুন) বুরুশিয়া ডর্টমুন্ড তাদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে ইংলিশ তারকার ক্লাব ছাড়ার বিষয়টি জানিয়েছে। তারা রিয়ালের কাছে বেলিংহামকে বিক্রি করতে সম্মত হয়েছেন।
বেলিংহামকে দ্রুত সময়ের মধ্যে মাদ্রিদে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। সান্তিয়াগো বার্নাব্যুতে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে তাকে।
২০২০ সালে ইংলিশ বিস্ময় বালক বার্মিংহাম সিটি থেকে বুরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেন। দুই বছর সিগনালা ইদুনা পার্কে কাটিয়ে স্পেনে পাড়ি দিলেন বেলিংহাম। বুরুশিয়া ছাড়ার আগে দলটির হয়ে খেলেছেন ৪২ ম্যাচ। নিজে ১৪টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও সাতটি। ক্লাবটির ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক ছিলেন তরুণ বেলিংহাম।
Source link