পাকিস্তান ক্রিকেটের সুপারস্টার শহীদ আফ্রিদির দ্বিতীয় মেয়ে আকসা আফ্রিদির বিয়ে হয়েছে। স্বামীর নাম নাসের নাসির। শুক্রবার পরিবারিকভাবে জমকালো রুখসতির (আনুষ্ঠানিকভাবে স্বামীর বাড়িতে চলে যাওয়ার অনুষ্ঠান) আয়োজন করা হয়। সেই সময় আকসার গায়ে ছিল লাল শারারা; যার দাম জেনে অনেকেই অবাক হয়েছেন। খবর জিওটিভির।
শহীদ আফ্রিদি তার প্রিয় মেয়ের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। অনুষ্ঠানের কিছু ছবি আফ্রিদি নিজেই শেয়ার করেছেন। সেখানে আকসাকে মুখ ঢাকা থাকা অবস্থায় দেখা যায়।
ছবিগুলোতে বিয়ের বিষয়ে বেশি বিবরণ না দেওয়া হলেও আকসার বিয়ের পোশাকটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে।
আফ্রিদির মেয়ের পরনে ছিল অলংকৃত লাল শারারা; যা ডায়মন্ড দিয়ে সোনালি সূচিকর্মে তৈরি করা হয়েছে।
অনেকের মনে ভাবনা এই জমকালো পোশাকটির দাম কত হবে? পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি পোশাকের দাম জানতে ডিজাইনারের কাছে পৌঁছে।
সানা সিকান্দার খানের রিপাবলিক উইমেনস ওয়্যারের ব্রাইডাল কালেকশন থেকে পোশাকটি নেওয়া। ব্র্যান্ডের দেওয়া মূল্য অনুসারে এর দাম প্রায় ৭ লাখ ৫০ হাজার রুপি।
এদিকে করাচিভিত্তিক মেকআপ শিল্পী ফুরকান শেখ আকসার একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে বৌভাতে নববধূকে একটি মার্জিত লম্বা গাউনে দেখা গেছে।
পা পর্যন্ত লম্বা ধূসর-নীল গাউনটিও বিয়ের পোশাকের মতো একই ডিজাইনারের ছিল। এর দাম ৮ লাখ ৫০ হাজার রুপি।
আকসা গত বছরের ডিসেম্বরে নাসিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
Source link