আমার ভালো হাড়গোড়, ভালো হিপ জয়েন্ট এবং নিউ ইয়র্কের ল্যাঙ্গন হাসপাতালের অর্থোপেডিক সার্জন
আমার ভালো হাড়গোড়, ভালো হিপ জয়েন্ট এবং নিউ ইয়র্কের ল্যাঙ্গন হাসপাতালের অর্থোপেডিক সার্জন

আমার ভালো হাড়গোড়, ভালো হিপ জয়েন্ট এবং নিউ ইয়র্কের ল্যাঙ্গন হাসপাতালের অর্থোপেডিক সার্জন

তসলিমা নাসরিন:

তসলিমা নাসরিন: নিউ ইয়র্কের ল্যাঙ্গন হাসপাতালের অর্থোপেডিক সার্জনের সঙ্গে দেখা করলাম। অ্যাপোলোর দেওয়া সব রিপোর্ট, এক্সরে, সিটি স্ক্যান, সবকিছুর সিডি তাঁকে দেখালাম। কিন্তু কিছুই তো তিনি আমার বলে মানছেন না, কারণ আমার জন্ম তারিখ তো এসবে নেই, নামের বানানও ঠিক নেই। অন্য জন্ম তারিখ সিডি, এক্সরে প্লেট ইত্যাদিতে। অ্যাপোলোর ডকুমেন্টসে জন্ম তারিখ ১৩.০১.১৯৬৩। আর আমার জন্ম তারিখ ২৫ আগস্ট, সালটাও ভিন্ন। সার্জন বলে দিলেন এসব ডকুমেন্টস আমার নয়। ল্যাঙ্গনে নতুন করে তাই এক্সরে করাতে হলো। কেন জন্ম তারিখ ভুল করেছে অ্যাপোলো? আমার জন্ম তারিখ তো তাদের আমি বলেছিলাম, তাছাড়া তারা আমার আধার কার্ড দেখেছে। তবে? ফেক এক্সরে প্লেট তৈরি করতে গিয়েই কি তাড়াহুড়োয় জন্ম তারিখ ভুল লিখে দিয়েছে? নাকি অন্য কারও ফ্র্যাকচার হয়েছে, আর অপারেশান করে দিয়েছে আমার? 

হতেই পারে। ডান পা কাটতে হবে রোগীর, সার্জন ভুল করে বাঁ পা কেটে দিয়েছে, এরকম খবরও তো শুনি। অন্য কারও এক্সরে দেখে আমার হিপ জয়েন্ট কেটে দিয়েছে সার্জন, এই চিন্তাটা আগে মাথায় আসেনি। নিউইয়র্কের সার্জন অ্যাপোলোর ডকুমেন্টসকে আমার বলে না মানাতে প্রশ্নটি উদয় হচ্ছে। এখন এমন এক অবস্থা, ভুল শোধারানোর উপায় নেই। আমি আমার হিপ জয়েন্ট নিউইয়র্কের সার্জনের কাছে দিয়ে বলতে পারবো না, জোড়া লাগিয়ে দিন। কারণ আমার ভালো হাড়গোড়, ভালো হিপ জয়েন্ট তো অ্যাপোলোর ডাস্টবিনে কবেই ফেলে দেওয়া হয়েছে। ফেসবুক থেকে 


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *