উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ড. খন্দকার মোশাররফ
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ড. খন্দকার মোশাররফ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।





বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে ভর্তি হয়ে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।
ড. খন্দকার মোশাররফ হোসেনের সফর সঙ্গী হিসেবে তার সহধর্মিনী বিলকিস আক্তার ও ছোট ছেলে ড. খন্দকার মারুফ হোসেন রয়েছেন বলেও জানান তিনি। 

প্রসঙ্গত, গত ১৬ জুন গভীর রাতে অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে আট দিন চিকিৎসা শেষে ২৪ জুন বাসায় ফিরেন তিনি।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *