নিজের অভিনয় দিয়ে সিনেমাপ্রেমীদের মাত করেছেন লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। যার সর্বশেষ প্রমাণ ‘পরাণ’ সিনেমা। এই সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য একটি জরিপে বর্ষসেরা অভিনেত্রীও হয়েছেন তিনি। আর এবারের ঈদ ছিল বিদ্যা সিনহা মিমের জন্য নতুন এক পৃথিবীতে পথচলা। ওয়েব দুনিয়ায় মিমের যাত্রা শুরু হলো হৈচৈতে প্রকাশিত সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন হান্টডাউন’ দিয়ে। এতে নীরা চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন মিম। যদিও ঈদে মিম অভিনীত ‘অন্তর্জাল’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শেষমেশ তা মুক্তি থেকে পিছিয়ে যায়। রয়ে যায় বাকি মিমের প্রথম ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। তাই মিমভক্তরা, যারা ওয়েব সিরিজটি দেখেছেন তারা মিমের অভিনয়ে মুগ্ধ হয়েছেন। বলা চলে, ওয়েব দুনিয়াতেও মিম সফলভাবেই তার যাত্রা শুরু করলেন।
বিদ্যা সিনহা মিম বলেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ দর্শকের কাছে। বিশেষত যারা নিয়মিত হৈচৈতে বিভিন্ন ধরনের কনটেন্ট উপভোগ করে থাকেন, তাদের প্রতি। অবশ্যই মিশন হান্টডাউনের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা। ওয়েব সিরিজটি প্রকাশের পর থেকেই নানান মাধ্যমে আমি এতে নীরা চরিত্রে অভিনয়ের জন্য সাড়া পেয়েছি। এখনো পাচ্ছি। অন্তর্জাল শেষ মুহূর্তে মুক্তি পায়নি, এজন্য একটু মন খারাপ ছিল। কিন্তু মিশন হান্টডাউন সেই মন খারাপটা পুষিয়ে দিয়ে ওয়েব দুনিয়া থেকেও আমি যে সাড়া পেয়েছি তাতে আমি সত্যিই মুগ্ধ। অবশ্যই ভালো গল্প পেলে আগামীতেও আমি আরো ওয়েব সিরিজে কাজ করব। কারণ এখন ওয়েবের আলাদা জগৎ তৈরি হয়েছে। সেই জগতের সঙ্গে আমার নিজেকেও সম্পৃক্ত থাকতে হবে।’
এদিকে কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় জিতের বিপরীতে ‘মানুষ’ সিনেমাটি। এর আগে জিতের বিপরীতে মিম ‘সুলতান’ সিনেমায় অভিনয় করেছিলেন।
উল্লেখ্য, গত বছরই মিম সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার জন্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাত থেকে সনদ নেন।
“
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
Source link