ঘানায় বাদুড় দিয়ে মহামারীর রহস্য উদঘাটনের চেষ্টা হচ্ছে যেভাবে
ঘানায় বাদুড় দিয়ে মহামারীর রহস্য উদঘাটনের চেষ্টা হচ্ছে যেভাবে

ছবির ক্যাপশান,

বাদুড় বহু ভাইরাসের বাহন, কিন্তু তারা নিজেরা রোগে আক্রান্ত হয়না। বাদুড়ের অসামান্য রোগ প্রতিরোধ ক্ষমতার রহস্যের কিনারা এখনো মেলেনি।

ঘানার রাজধানী আক্রার চিড়িয়াখানায় সন্ধ্যাবেলাকে ভুতুড়ে সময় হিসাবে দেখা হয়। সন্ধ্যে নামার সাথে সাথে বড় একটি খাঁচার মত ঘেরা জায়গায় আটকে রাখা খড়ের মত রঙের ফল-খেকো বাদুড়গুলোর নড়াচড়া শুরু হয়। আর এই সময়টাতেই এগুলোর শরীর লুকিয়ে থাকা প্যাথোজেন বা রোগ সৃষ্টিকারী অণুজীবের উপস্থিতি পরীক্ষার উপযুক্ত সময়।

আক্রা বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি স্কুলের একদল বিজ্ঞানী সেই সন্ধ্যায় চিড়িয়াখানার ঐ খাঁচায় হাজির হয়েছেন এসব বাদুড়ের বিষ্ঠা সংগ্রহের জন্য।

ভবিষ্যতে কোভিডের মত কোনো বড় মহামারী আগেভাগে আঁচ করার উপায় খুঁজতে যে আন্তর্জাতিক একটি প্রকল্প নেয়া হয়েছে ঘানার এই বিজ্ঞানীরা তারই অংশ হিসাবে কাজ করছেন।

ঘানায় এখন তীব্র গরম, কিন্তু তারই মধ্যে পুরো শরীর পিপিইতে ঢেকে বাদুড়ের খাঁচায় ঢুকে মেঝেতে একটি সাদা তারপুলিন বিছিয়ে দিলেন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *