চট্টগ্রামের বোয়ালখালীতে একটি আশ্রম থেকে পিতলের ঘণ্টা চুরির অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা সদরের যোগাশ্রম থেকে রোববার দুপুরে ঘণ্টা দুইটি চুরি হয় বলে অভিযোগ আশ্রম কর্তৃপক্ষের। ঘণ্টা চুরির বিষয়টি জানাজানি হয় রাতে।
যোগাশ্রমের তত্ত্বাবধায়ক পিংকু কর জানান, একটি ঘণ্টা আশ্রমে টাঙ্গানো ছিল। আরেকটি ভেতরে রাখা ছিল। দুপুরে প্যান্ট-শার্ট পড়া এক যুবক ব্যাগে করে ঘণ্টা দুইটি নিয়ে যান। আর সেই দৃশ্য ধরা পড়েছে আশ্রমের সিসি ক্যামেরায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আশ্রমের সিসি ক্যামেরায় দেখা যায় বেলা সোয়া ১টার দিকে জিন্সপ্যান্ট ও চেকশার্ট পরা ২২/২৩ বছর বয়সী এক যুবক আশ্রমে ঢুকে কিছুক্ষণ ঘোরাফেরা করে। বেশকিছুক্ষণ আশ্রমে অবস্থান করে প্রণাম এবং প্রসাদ নেয়। পরে একটি ব্যাগে করে ঘণ্টা দুইটি নিয়ে চলে যায়।”
চুরির বিষয়টি প্রথমে কেউ বুঝতে পারেনি জানিয়ে পিংকু বলেন, “সন্ধ্যারতির সময় ঘণ্টা বাজানোর প্রয়োজন হলে দেখা যায় সেগুলো নেই।”
চুরির বিষয়টি বোয়ালখালী থানায় জানানো হয়েছে বলে জানান তিনি।
বোয়ালখালী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, আশ্রম কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Source link