পটুয়াখালীর দশমিনা উপজেলার নদীবেষ্টিত চর-বোরহান ইউনিয়নের পাগলা বাজার সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর শাখা খালের উপর নির্মিত ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সংস্কারের অভাবে চলাচলে অনুপযোগী এ ব্রিজ দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী। জানা যায়, স্থানীয় সরকার অধিদফতর ২০১৭ সালে উপজেলার চর-বোরহান ইউনিয়নের ৪-৫ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী বুড়াগৌরাঙ্গ নদীর শাখা খালের উপর এ সেতুটি নির্মাণ […]" />
দশমিনায় ঝুঁকিপূর্র্ণ সেতুতে পারাপার

পটুয়াখালীর দশমিনা উপজেলার নদীবেষ্টিত চর-বোরহান ইউনিয়নের পাগলা বাজার সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর শাখা খালের উপর নির্মিত ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সংস্কারের অভাবে চলাচলে অনুপযোগী এ ব্রিজ দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী।
জানা যায়, স্থানীয় সরকার অধিদফতর ২০১৭ সালে উপজেলার চর-বোরহান ইউনিয়নের ৪-৫ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী বুড়াগৌরাঙ্গ নদীর শাখা খালের উপর এ সেতুটি নির্মাণ করা হয়। সংস্কারের অভাবে সেতুটি ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্কুল পড়–য়া ছাত্রছাত্রীসহ পথচারীরা চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হ”েন।
স্থানীয় বাসিন্দা আনিচুর রহমান, মিজানুর রহমান ও সিকদার আবুবকর সিদ্দিক বলেন, নিজেদের উদ্যোগে কাঁঠ দিয়ে জোড়াতালি দিয়ে চলাচল করি। বর্ষার বৃষ্টিতে বর্তমানে সেতুটির অবস্থা ভয়াবহ। ডাক্তারের কাছে রোগী আনা-নেয়ায় খুবই দুর্ভোগে পড়তে হয়। তারা আরো বলেন, জীবনের ঝুঁকি নিয়ে ছেলে-মেয়েদের স্কুলে পাঠাই। অতি দ্রুত নতুন সেতু নির্মাণ বা সংস্কারের দাবি জানান তারা।
পাগলা বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, আমাদের ও দু’পারের মানুষের সুবিধার জন্য এ সেতু নির্মাণ করে সরকার। সেতুটি অনেক ঝুঁকিপূর্ণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সেতুটি নির্মাণের দাবি জানাই। সেতু নির্মাণ বা সংস্কার করা না হলে যেকোনো মুহূর্তে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।
এ বিষয়ে চর-বোরহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজির আহম্মেদ সরদার বলেন, আমি চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর জনগণের সুবিধার্থে সেতুটি নির্মাণ করা হয়। জনগুরুত্বপূর্ণ এ সেতুটি দিয়ে দু’পারের মানুষ পারাপার হয়। মারাত্মক দুর্ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের কাছে দ্রুত সেতুটি সংস্কার বা নির্মাণের দাবি জানাই।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন বলেন, ইতোমধ্যে সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করি দ্রুত প্রকল্প প্রস্তাবটি পাস হয়ে আসবে।
More News Of This Category
Source link