দিল্লির প্রাচীন সব অপরাধ প্রকাশ পেল ১৮ শতকের পুলিশ রেকর্ডসে
দিল্লির প্রাচীন সব অপরাধ প্রকাশ পেল ১৮ শতকের পুলিশ রেকর্ডসে

ছবির উৎস, রাজেন্দ্র কালকাল

ছবির ক্যাপশান,

১৮ শতকের দিল্লি পুলিশের এফআইআর

প্রায় দেড়শো বছর আগে ১৮৭৬ সালে জানুয়ারির এক শীতের রাত। দুই ক্লান্ত পথিক কড়া নাড়ে দিল্লির সাবজি মান্ডি এলাকায় মোহাম্মদ খানের বাড়িতে। ভারতের রাজধানীর এই এলাকা সরু অলি গলিতে ভর্তি। দুই পথিক রাতের জন্য আশ্রয় প্রার্থনা করেন মোহাম্মদ খানের কাছে।

খান বেশ সাদরেই অতিথিদের তার নিজের ঘরে ঘুমাতে দেন। কিন্তু সকালে উঠে আবিষ্কার করেন লোক দুটি হাওয়া। সেইসঙ্গে তিনি তাদের ঘুমানোর জন্য যে তোশক দিয়েছিলেন সেটিও গায়েব। খান বুঝতে পারেন তিনি এক অভূতপূর্ব চুরির শিকার হয়েছেন।

ঘটনার প্রায় ১৫০ বছর পেরিয়ে গিয়েছে, খানের সেই দুর্ভাগ্যের কাহিনী উঠে এসেছে সম্প্রতি প্রকাশ হওয়া দিল্লির প্রাচীনতম সব অপরাধ তালিকায় – যে রেকর্ডগুলি দিল্লি পুলিশ তাদের ওয়েবসাইটে গত মাসে আপলোড করেছে।

এই ‘অ্যান্টিক এফআইআরস’ এরকম আরো ২৯টি ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেছে, যেগুলি শহরের পাঁচটি প্রধান পুলিশ স্টেশনে লিপিবদ্ধ হয়েছিল। থানাগুলো হল – সাবজি মান্ডি, মেহরাউলি, কোতয়ালি, সদর বাজার এবং নাঙলোই।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *