ময়মনসিংহের ধোবাউড়ায় দুধনই-কলসিন্দুর সড়ক যেন মরণফাঁদ। খানাখন্দে পাকা সড়কটি বেহাল। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গাড়ি চলাচলেও ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। রাস্তার ভাঙা অংশে প্রতিনিয়তই গাড়ি উলটে যাচ্ছে। পড়ে গিয়ে আহত হচ্ছেন যাত্রীরা।
কাশিনাথপুর গ্রামের এক পথচারী নাজমুল ইসলাম জানান, এই সড়কটি অনেকদিন ধরে খারাপ হয়ে আছে। কেউ দেখে না। অটো ড্রাইভার মজিবর বলেন, প্রতিদিন আমাদের গাড়ি উলটে পড়ে যায়। সড়ক সংস্কার করা খুব জরুরি। উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৮-১৯ অর্থবছরে সড়কটি সংস্কার করা হয়। সংস্কারের এক বছর পর থেকেই বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়। বর্ষাকালে এই পাকা সড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, রাস্তাটি মেইনটেইনস স্কিমে দেওয়া হয়েছে। এ বছরের মধ্যে সংস্কার করা যাবে।
Source link