‘নিজের ঢোল নিজে পেটাই না’, কাদের উদ্দেশ্যে বললেন শাকিব খান?
‘নিজের ঢোল নিজে পেটাই না’, কাদের উদ্দেশ্যে বললেন শাকিব খান?

ফেসবুক এবং ইউটিউবে আইডি থাকলেও কাজের ব্যস্ততায় সেগুলোতে সেভাবে সক্রিয় থাকেন না দেশসেরা নায়ক শাকিব খান। তবে মাঝেমধ্যে বিভিন্ন কাজের আপডেট দিতে তিনি ভোলেন না।

তবে এবার কোনো কাজের আপডেট নয় বরং নিন্দুকদের উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা। লিখলেন, ‘আমি নিজের ঢোল নিজে পেটাই না, আমার পরিচয় পাবলিক দেবে।’ শেষে দিলেন একটি চোখটিপ দেয়া ইমোজি।

রবিবার রাতে এই পোস্ট দেন শাকিব খান। সঙ্গে ছিল নায়কের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয়তমা’র একটি লুক।

কিং খানের এই পোস্ট দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, কোন নিন্দুকদের উদ্দেশ্যে এমন বার্তা দিলেন শাকিব খান? উঠে এসেছে সম্প্রতি চলচ্চিত্রে অভিষেক হওয়া ছোটপর্দার তারকা আফরান নিশো ও তার প্রথম সিনেমার ‘সড়ঙ্গ’র পরিচালক রায়হান রাফির কথা।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিশো মন্তব্য করেন, ‘আমি সেই ধরণের হিরো না, যে বিয়ে করে, বাচ্চা জন্ম দিয়ে তা গোপন রাখব।’ শাকিবিয়ানরা ধরেই নেন, নিশো এই কথা তাদের হিরোকে ইঙ্গিত করেই বলেছেন।’

নিশোর এই মন্তব্যের রেশ না কাটতেই সম্প্রতি রাফি বলেন, ‘কোনো তারকার ভক্তরা যদি অন্য কাউকে হেয় করে কথা বলে বা অপমান করেন, সেই দায়ভার ওই ভক্তদের হিরোকেই নিতে হবে।’ রাফি তার বক্তব্যে সরাসরি শাকিব খানের নাম উল্লেখ করেন। তিনি বলেন, কিং খান যেন ভিডিও বার্তা দিয়ে তার ভক্তদের অন্যের সিনেমা বা সেগুলোর সঙ্গে জড়িতদের হেয় করা থেকে বিরত রাখেন।

রাফির ওই মন্তব্যের একদিন না যেতেই শাকিব খান ফেসবুকে তার পোস্টটি দিলেন। স্ট্যাটাসে শাকিব ‘প্রিয়তমা’ সিনেমার কিছু তথ্যও জানিয়েছেন। লিখেছেন, ভালোবাসার সব বাঁধ ভেঙে ওয়ার্ল্ডওয়াইড ১৫২টির বেশি থিয়েটারে মহাসমারোহে চলছে ‘প্রিয়তমা’। পরিবার, পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’ উপভোগ করুন।

এদিকে যুক্তরাষ্ট্রের ৩৭ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’। দেশটির ভক্তদের সঙ্গে সিনেমাটি দেখতে বর্তমানে সেখানে অবস্থান করছেন শাকিব খান। তারই ফাঁকে ফেসবুকে নিন্দুকদের দিলেন বিশেষ ওই বার্তা।

(ঢাকাটাইমস/১০জুলাই/এলএম/এজে)


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *