ফাস্টচার্জ সুবিধার স্মার্টফোন
ফাস্টচার্জ সুবিধার স্মার্টফোন

ইনফিনিক্স বাজারে নিয়ে এসেছে নতুন স্মার্টফোন ৩০ প্রো। ফাস্টচার্জ সুবিধাযুক্ত ফোনটিতে অত্যাধুনিক প্রযুক্তি, দারুণ চার্জিং সক্ষমতাসহ আরও কিছু বিষয় রয়েছে, যা উন্নত ব্যবহারিক অভিজ্ঞতা দেবে। ৬৮ ওয়াট ওয়্যারড ফাস্টচার্জ সুবিধা থাকায় নোট ৩০ প্রো মাত্র ৩০ মিনিটেই ১-৮০ শতাংশ চার্জ হতে পারে। পাশাপাশি, এর ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি বুদ্ধিমত্তার ব্যবহারে রাতভর নিরাপদ চার্জ প্রদান করতে সক্ষম। ফোনটিতে আছে বাইপাস চার্জিং প্রযুক্তি, যা সরাসরি মূল বোর্ডে বিদ্যুৎপ্রবাহ ফিল্টার করতে পারে; ফলে গেমিংয়ের মতো কাজের সময়েও ফোন থাকে ঠান্ডা। এর ওয়্যারড ও ওয়্যারলেস রিভার্স চার্জ সুবিধার কারণে ফোনটি অন্যান্য ডিভাইসের জন্য পাওয়ার ব্যাংক হিসাবেও কাজ করতে পারে। ব্যবহারকারীদের ফোন চালানোর উন্নত অভিজ্ঞতা দিতে নোট ৩০ প্রোতে আছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ১০-বিট অ্যামোলেড ডিসপ্লে। মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত ফোনে আছে ভেপার-চেম্বার লিকুইড কুলিং প্রযুক্তি। নোট ৩০ প্রোতে আছে উদ্ভাবনী আল্ট্রা পাওয়ার সিগন্যাল (ইউপিএস) প্রযুক্তি। ২৭ হাজার ৯৯৯ টাকায় ডিভাইসটি কেনা যাবে।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *