ফিরছেন কাজী মারুফ
ফিরছেন কাজী মারুফ

প্রথম সিনেমাতেই বাজিমাত করেছিলেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ। বাবা প্রখ্যাত চলচ্চিত্রকার কাজী হায়াতের হাত ধরে রুপালি পর্দায় অভিষেক ঘটে তার।

মারুফ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ইতিহাস’ ছবিটি যেমন ব্যবসাসফল হয়, তেমনি এই ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জেতেন তিনি।

এক অজানা কারণে বাংলাদেশ ছেড়ে স্থায়ীভাবে বসবাস করছেন সুদূর আমেরিকায়। সেখানে ব্যবসা করেন। এর মধ্যেও সিনেমা বানিয়েছেন মারুফ। আবারও অভিনয়ে ফিরছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা কাজী হায়াৎ। তিনি বলেন, এ মাসেই দেশে আসছেন মারুফ। আমাদের নতুন কয়েকটা কাজের কথা হয়েছে। সে বিষয়ে কথা বলতে বাংলাদেশে আসছে সে। আশা করছি, আগামী সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরু করব। এখনই সিনেমার বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না।

এদিকে ২০০২ সালে বাবা কাজী হায়াৎ পরিচালিত ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক কাজী মারুফের। এরপর প্রায় ৩৭টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০১৪ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘সর্বনাশা ইয়াবা’ সিনেমাটিও ব্যবসা সফল হয়।

তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘অন্ধকার’, ‘অন্য মানুষ’, ‘ক্যাপ্টেন মারুফ’, ‘শ্রমিক নেতা’, ‘গরিবের ছেলে বড়লোকের মেয়ে’, ‘আইন বড় না সন্তান বড়’, ‘রাস্তার ছেলে’, ‘পাঁচ টাকার প্রেম’, ‘অশান্ত মন’, ‘আমার স্বপ্ন’, ‘মা আমার জান’, ‘আমার মা আমার অহংকার’, ‘মায়ের জন্য মরতে পারি’, ‘বড়লোকের দশ দিন গরিবের একদিন’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘ওরা আমাকে ভালো হতে দিল না’, ‘মায়ের জন্য পাগল’, ‘এক টাকার ছেলে কোটি টাকার মেয়ে’, ‘অস্ত্র ছাড়ো কলম ধরো’, ‘ওয়ান্টেড’ অন্যতম।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *