ঠিক কী ঘটেছিল?
পুলিশের অন্দরের খবর, ফেসবুক কর্তৃপক্ষের তরফে কোনও পেজের অ্যাডমিনের কাছে যে ভাবে লিঙ্ক পাঠিয়ে ইউজার নেম এবং সেশন আইডি চাওয়া হয়, ঠিক তেমনই একটি লিঙ্ক আসে গত শুক্রবার। বিধাননগর সিটি পুলিশের ফেসবুক পেজ যাঁরা দেখভাল করেন, তাঁদের মধ্যে কেউ ওই লিঙ্কে ক্লিক করেন। এর পর ইউজার নেম এবং সেশন আইডি-ও দিয়ে দেন তিনি। এতে সাইবার অপরাধীরা ফেসবুক পেজটির কন্ট্রোল নেয়। এর পরে অ্যাডমিনদের ডিলিট করে দেওয়া হয়-এমনটাই পুলিশ সূত্রে খবর। প্রোফাইল পিকচারে দেওয়া হয় জাতীয় পতাকার ছবি।
এতেই পুলিশকর্মীদের বুঝে যান, পেজটি হ্যাক করা হয়েছে। এর পর সাইবার বিশেষজ্ঞদের দ্বারস্থ হন পুলিশকর্তারা। প্রশ্ন উঠছে, কী ভাবে পুলিশের পেজ হ্যাক হলো? যদিও হ্যাকারদের কবলে পড়ার বিষয়টি মানতে নারাজ বিধাননগর সিটি পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, অনবরত ভাইরাস অ্যাটাকের কারণে কম্প্রোমাইজ়ড হয় পেজটি। ফেসবুক অথরিটির সাহায্যে পেজটি রিস্টোর করা গিয়েছে।
Source link