ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু রোগীর জন্য চালু হচ্ছে নতুন ওয়ার্ড
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু রোগীর জন্য চালু হচ্ছে নতুন ওয়ার্ড

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতালে বর্তমানে ৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার কারণে মঙ্গলবার থেকে আলাদা ওয়ার্ড চালু করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ১৪ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে বর্তমানে ৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভর্তিকৃতদের মধ্যে ২১ জন পুরুষ, ৯ জন মহিলা ও ১ জন শিশু রয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরে গেছেন ৬ জন। বর্তমানে হাসপাতালের মেডিসিন বিভাগের ১৩, ১৪ ও ১৫ নং তিনটি ওয়ার্ডে এই ৩১ জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে প্রায় সবাই ঢাকা ও আশপাশের এলাকা থেকে আক্রান্ত হয়ে ময়মনসিংহে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট এবং ডেঙ্গু ফোকাল পারসন ডা. ফরহাদ হোসেন হীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম বলেন, ডেঙ্গু রোগীদের সাধারণত মেডিসিন বিশেষজ্ঞরা চিকিৎসা দিয়ে থাকেন। যে কারণে ডেঙ্গু রোগীদের বর্তমানে তিনটি মেডিসিন ওয়ার্ডে রাখা হয়েছে। সম্প্রতি ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় আমরা পৃথক ওয়ার্ড চালু করেছি। এছাড়াও অক্সিজেন, স্টেরয়েড, ওষুধসহ বিভিন্ন প্রকার লজিস্টিক সাপোর্ট রাখা হয়েছে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ইউসুফ আলী বলেন, ডেঙ্গু সচেতনতা বাড়াতে সিটি করপোরেশনের প্রত্যেক এলাকায় ব্যাপকভাবে মাইকিং ও প্রচারণা চালানো হচ্ছে। ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ায়, মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই বিলকিস বেগম এবং ৭ জুলাই আব্দুর রাজ্জাক (৫০) নামে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *