২. ফোর হলো একমাত্র নম্বর, যা কথায় লিখতে চারটা বর্ণই লাগে। মানে সংখ্যাটা যত, তা কথায় লিখতে ততটা বর্ণ লাগে। যেমন—ওয়ান লিখতে একটা বর্ণে হয় না, তিনটা বর্ণ লাগে। টু লিখতে তিনটা বর্ণ দরকার হয়। থ্রি লিখতে লাগে পাঁচটা বর্ণ। কিন্তু ফোর নিজেও চার, আর তা লিখতে বর্ণও লাগে চারটি।
বলো তো, বাংলায় এই সংখ্যাটা কী? দুই। দুই লিখতে দুটি বর্ণ লাগে। এক, দুই, তিন, চার, পাঁচ—আর কোনোটিরই সংখ্যা ও বর্ণের সংখ্যা এক হবে না।
৩. ছক্কার উল্টো দিকে কোন সংখ্যাটা থাকে? ধরো, ছক্কার একপাশে আছে ৩। তাহলে অন্য পাশে কী আছে? ৪। ধরো, ছক্কার একদিকে আছে ৬, অন্যদিকে কী আছে। ১। ছক্কার বিপরীত দুই দিকের নম্বর দুটো যোগ করলে ৭ হবে।
Source link