লাল শাড়িতে অপুর সঙ্গে তারকারা!
লাল শাড়িতে অপুর সঙ্গে তারকারা!


Nagad
লাল শাড়িতে অপুর সঙ্গে তারকারা!

ঈদুল আজহায় সারাদেশে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘লাল শাড়ি’। এটি চিত্রনায়িকার প্রতিষ্ঠান অপু-জয় চলচ্চিত্র প্রযোজিত প্রথম সিনেমা। হলে সিনেমাটি দেখতে লাল শাড়ি পরে আসার আহ্বান জানিয়েছিলেন অপু। অভিনেত্রীর সেই ডাকেই সাড়া দিয়ে সিনেমাটি দেখতে এবং তাকে শুভকামনা জানাতে প্রেক্ষাগৃহে ঢল নামে তারকাদের।

শুক্রবার (৭ জুলাই) সিনেমাটির বিশেষ প্রদর্শনী হয়েছে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে। এ দিন সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে লাল শাড়ি পরে উপস্থিত হন চিত্রনায়িকা অঞ্জনা ও নিপুণসহ আরও অনেক তারকা।

হলে ‘লাল শাড়ি’ দেখতে আরও এসেছিলেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিসহ আরও অনেক তারকা ব্যক্তিত্ব ও চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

শনিবার (৮ জুলাই) শো দেখতে আসা বিশেষ মুহূর্তের কিছু ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেন অপু। ৫ মিনিট ২ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, হলে সিনেমাটি দেখতে আসা তারকাদের উপচেপড়া ভিড়।

শো শেষে হল থেকে বেরিয়ে চিত্রনায়িকা অঞ্জনা বলেন, ‘লাল শাড়ি’র গল্পটা অসাধারণ। সবার অভিনয়ও অনেক ভালো হয়েছে। সাইমন সাদিক খুব ভালো অভিনয় করেছে। অপুর জন্য শুভ কামনা রইল।

এ দিকে সহকর্মীদের এতো ভালোবাসা পেয়ে সিক্ত অপু বলেন, প্রথম প্রযোজিত সিনেমা হওয়ায় আবেগ বেশি কাজ করছে। খুব ভালো লাগছে আমার ডাকে আমার সহকর্মীদের অনেকেই এসেছেন। দর্শকরাও হলে গিয়ে আমার ছবি দেখেছেন। তাদের ভালোবাসাই আমাকে সাহস জুগিয়েছে।

দীঘি বলেন, অপু দি অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমাটি দেখে ভীষণ ভালো লেগেছে। এরকম গল্পের সিনেমা খুব একটা দেখি না আমরা। ঈদে এরকম একটি গল্পকে পর্দায় তুলে ধরা হয়েছে সেটা খুবই ভালো লেগেছে আমার। অপু দি তো বরাবরই ভালো অভিনয় করে। সাইমন ভাইয়াও অনেক ভালো করেছে। আমি সিনেমার প্রত্যেকটা মুহূর্তই উপভোগ করেছি।

প্রসঙ্গত, ‘লাল শাড়ি’ সিনেমাটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। এ ছাড়া আরও রয়েছেন, শহীদুজ্জামান সেলিম ও দিলরুবা দোয়েল। ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *