তিন মৌসুম পর লা-লিগার মসনদ ফিরে পাওয়ার আনন্দে ভাসছে গোটা বার্সিলোনা শহর। নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে দাপুটে জয়ের পরই রাস্তায় নেমে আসেন সমর্থকরা। নেচে গেয়ে তারা উদ্যাপন করেন মুহূর্তটি। এমন অর্জনের জন্য ধন্যবাদ জানান, কোচ জাভি হার্নান্দেজকে। এস্পানিওলের মাঠে এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়ে ২৭তম শিরোপা নিশ্চিতের দিনে মাঠে উদ্যাপনের সময় বার্সার খেলোয়াড়, কোচ ও স্টাফদের ধাওয়া করেছিল স্বাগতিক দর্শকরা। সেটি পুষিয়ে নিতেই রাতের নীরবতা ভেঙে রঙিন আলোর আতশবাজির রোশনাইয়ে ঝলমল করে ওঠে বার্সিলোনা। লিওনেল মেসিকে ছাড়াও লিগ শিরোপা জিততে পারে বার্সিলোনা।
সমর্থকদের এমন দোটানা, বিশ্বাসে রূপ দিয়েছেন কিংবদন্তি জাভি। ভক্তরা সমস্বরে গাইছেন ‘এল চান্ট দেল বার্সা’। পাশাপাশি বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি লিওকে ফের দলে ফেরানোর জোরালো দাবি জানিয়েছেন তারা।
বার্সিলোনার এক সমর্থক সংবাদ মাধ্যমকে বলেন, ‘এটা দারুণ মুহূর্ত। ভাবতেই পারিনি মেসিকে ছাড়াও এত শীঘ্রই এমনটা সম্ভব হবে। বার্সিলোনাকে ধন্যবাদ, ধন্যবাদ আমার প্রিয় ক্লাবকে। লিগের শুরু থেকেই আমার যেভাবে খেলেছি তাতে শিরোপা আমাদেরই প্রাপ্য ছিল। তবে সত্যি বলছি, এত সহজে ৪ ম্যাচ হাতে রেখে শিরোপা জিতব ভাবিনি।’ ট্রফিটা এমন একটা সময়ে এলো যখন কর ফাঁকি, জালিয়াতিসহ নানা ইস্যুতে টালমাটাল বার্সা ম্যানেজমেন্ট। দুঃসময়ে তাই সমর্থকরা একটু বাড়তি উচ্ছ্বাস করতেই পারেন। সঙ্গে বাড়ছে তাদের স্বপ্নজাল।
২০১৪-১৫ মৌসুমের পর যে আর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা হয়নি তাদের। এবার সেই মুহূর্তটির জন্য অপেক্ষা। চ্যাম্পিয়ন্স লিগ পুনরুদ্ধারের মিশন নিয়ে বার্সিলোনার এক সমর্থক জানান, ‘জাভি আমাদের কিংবদন্তি। তার হাত ধরে স্বপ্ন যাত্রার এই তো কেবল শুরু। আমরা জানি জাভি-লেভান্ডোভস্কির হাত ধরে আমরা শীঘ্রই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারবো। হয়তো আগামী মৌসুমেই।’ শিরোপা নিশ্চিত করলেও লিগের এখনো বাকি চার ম্যাচ। সোসিয়েদাদা, ভায়োদলিদ, মায়োর্কা, সেল্টা ভিগোর বিপক্ষে সেই ম্যাচ শেষে ট্রফি নিয়ে পুরো শহর ঘুরবে টিম বার্সা। সেই দিনের অপেক্ষায় এখনই পরিকল্পনা সাজাচ্ছেন ক্লাবটির সমর্থকরা।
প্যারিসে (পিএসজি) মেসিমোহ ভেঙে গেলেও, বার্সিলোনায় এখনো তিনি পূজনীয়। প্রত্যেক মুহূর্তে মেসির অভাব বোধ করেন বার্সার সমর্থকরা। অনেক ম্যাচেই দেখা গিয়েছে মেসির নামে ব্যানার, টিফো। আবার কখনো দেখা গিয়েছে খেলার ১০ মিনিটে মেসির জন্য হাততালি দিচ্ছেন বার্সার সমর্থকরা। সে দলে না থেকেও প্রবল ভাবে আছেন আর্জেন্টাইন মহাতারকা। চার বছর পর লা লিগা চ্যাম্পিয়ন বার্সিলোনা। মেসি ক্লাব ছাড়ার পর প্রথম বার স্প্যানিশ লিগে সেরা কাতালান ক্লাব। আনন্দের দিনেও মেসিকে দলে ফেরানোর ডাক বার্সার সমর্থকদের।
এখানেই অন্য দলের সমর্থকদের চেয়ে একেবারে আলাদা বার্সার সমর্থকরা। প্যারিসে ঘরের মাঠের দর্শকদের কাছেই বিদ্রƒপের মুখে পড়েছেন মেসি। ক্লাবকে না জানিয়ে সৌদি আরবে ঘুরতে যাওয়ার অভিযোগে তাঁকে নির্বাসিত করে পিএসজি। নির্বাসন কাটিয়ে মাঠে ফেরার দিনে শুনতে হয় বিদ্রƒপ। এমনকি কয়েকদিন আগে মেসি বিদায়ের ডাকও দেন প্যারিসের সমর্থকরা। একেবারে উল্টো ছবি বার্সিলোনায়। লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার পর শহরের রাস্তায় নেমে মেসিকে ফেরানোর ডাক দেন বার্সার সমর্থকরা। এমনকি বার্সার প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তাও আশ্বস্ত করে বলেছেন, আর্জেন্টাইন মহাতারকাকে দলে ফেরাতে সব রকম চেষ্টা করবেন তাঁরা। বার্সিলোনার জার্সিতে সাফল্যের ভা-ার সজ্জিত রয়েছে মেসির। বার্সার হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল রয়েছে তাঁর। রয়েছে ৩০৩ অ্যাসিস্ট।
প্যারিসে অবশ্য স্বমহিমায় দেখা যায়নি আর্জেন্টাইন সুপারস্টারকে। বিশ্বকাপজয়ী মহাতারকা প্যারিসে বিদ্রƒপের শিকার হলেও বিশ্বজুড়ে তিনি বন্দিত। নতুন মৌসুমে পুরনো ক্লাবে আবারও ফিরে আসেন কিনা মেসি, সেটাই এখন দেখার!
Source link