শ্রাবণ মাসের প্রথম সোমবার পঞ্চক, কাদের উপবাস রাখা উচিত হবে না? – News18 Bangla
শ্রাবণ মাসের প্রথম সোমবার পঞ্চক, কাদের উপবাস রাখা উচিত হবে না? – News18 Bangla

পরমজিৎ কুমার, দেওঘর: আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। ধর্মীয় শাস্ত্র অনুসারে, শ্রাবণ মাস ভগবান ভোলেনাথের কাছে অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। যে সমস্ত ভক্তরা সোমবার উপবাস করে ভোলেনাথের আরাধনা করেন, ভগবান শিব তাঁদের প্রতি সন্তুষ্ট হন এবং তাদের সমস্ত ইচ্ছা পূরণ করেন। এবারে বহু বছর পর প্রথম সোমবার অষ্টমী তিথির যোগ তৈরি হয়েছে। পন্ডিতেরা বলেন, এই দিনে পূজা করলে শিবের সঙ্গে মা দুর্গার আশীর্বাদও পাওয়া যাবে। কিন্তু বৈদ্যনাথ মন্দিরের পুরোহিত জানিয়েছেন, কিছু ভক্তদের এই দিনে উপবাস রাখা ঠিক নয়।

দেওঘরের বিখ্যাত তীর্থযাত্রী পুরোহিত প্রমোদ শৃঙ্গেরী জানান, এই বছর শ্রাবণ মাসের প্রথম সোমবার বিশেষ তিথিতে পড়ছে। মাসের ৫টি তারিখ বিশেষ গুরুত্বপূর্ণ। যেমন অষ্টমী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি এবং প্রদোষ। এর সঙ্গে যুক্ত চাঁদকে সোমা বলা হয়। সোমবার অষ্টমী পালন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যাঁরা এই দিনে উপবাস করেন এবং ভগবান শিবের জলাভিষেক করেন, তাঁদের ইচ্ছা অবশ্যই পূরণ হবে।

আরও পড়ুন- আর মাত্র ৭ দিন! বুধাদিত্য রাজযোগের কারণে শুভ সময় আসতে চলেছে এই তিন রাশির জীবনে

অষ্টমী তিথির সঙ্গে এই বছর রেবতী নক্ষত্রও পড়ছে শ্রাবণ মাসের প্রথম সোমবারে। রেবতী নক্ষত্রকে পঞ্চকের পাঁচটি নক্ষত্রের একটি বলে মনে করা হয়। পঞ্চকও শ্রাবণ মাসের প্রথম সোমবার। সেই জন্য যে সকল ভক্তরা আজ প্রথমবার শ্রাবণ সোমবার উপবাস রাখতে চান, তাঁদের উপোস রাখা উচিত নয়। তিনি জানিয়েছেন, পঞ্চকের দিন থেকে একেবারেই উপবাস শুরু করা উচিত নয়। যদিও এই দিনে পূজা করতে কোনও বাধা নেই। এর আগে যাঁরা শ্রাবণ মাসের সোমবার পালন করেছেন তাঁদের উপবাস রাখতে কোনও সমস্যা নেই।

আরও পড়ুন– রাশিফল ১০-১৭ জুলাই; দেখে নিন কেমন যাবে সপ্তাহ

সোমবার উপবাসেরর গুরুত্ব

শ্রাবণ মাসের সোমবার উপবাস করলে বিবাহের সম্ভাবনা তৈরি হয়। এই উপবাস পালন করে মা পার্বতী শিবকে স্বামীরূপে পেয়েছিলেন। এই কারণে কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পেতে শ্রাবণ মাসের সোমবারে উপবাস পালন করা হয়। এছাড়াও ভক্তরা শিবের আশীর্বাদ পেতে শ্রাবণ মাসে সোমব্রত পালন করেন।

Published by:Siddhartha Sarkar

First published:

Tags: Astrology, Sawan, Sawan 2023


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *