সাকিব-আফ্রিদি-গেইলের খেলা দেখায় রোমাঞ্চিত লারা
সাকিব-আফ্রিদি-গেইলের খেলা দেখায় রোমাঞ্চিত লারা

কানাডায় আগামী ২০ জুলাই শুরু হয়ে ৬ আগস্ট শেষ হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ গ্লোবাল টি-টোয়েন্টি।

এই টুর্নামেন্টে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি, ওয়েস্ট ইন্ডিজের ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল ও আন্দ্রে রাসেলদের মতো বিশ্ব তারকাদের সঙ্গে খেলবেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

বিশ্বসেরা এই তারকাদের খেলা দেখার অপেক্ষায় রোমাঞ্চিত ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা।

তিনি বলেছেন, আমি এ বছর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি দেখার জন্য দারুণ রোমাঞ্চিত। এ বছর ছয়টি দলই দুর্দান্ত টিম করেছে। দুর্দান্ত মুগ্ধকর ক্রিকেট উপভোগ করার জন্য আমি কানাডায় থাকব।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ইনিংসে সর্বোচ্চ ৪০০ রান করা একমাত্র ব্যাটসম্যান লারা। তিনি আরও বলেন, গ্লোবাল টি-টোয়েন্টিতে বিশ্বের কিছু দুর্দান্ত টি-টোয়েন্টি খেলোয়াড় রয়েছে, আমরা পেয়েছি হরভজন সিং, মোহাম্মদ রিজওয়ান, আছে দুর্দান্ত অলরাউন্ডার সাকিব আল হাসান, বুম বুম আফ্রিদি এবং ইউনিভার্স বস ক্রিস গেইলকে।

গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিব ছাড়াও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন লিটন কুমার দাস। সাকিব মন্ট্রিল টাইগার্সে আর লিটন খেলবেন সারে জাগুয়ার্সের হয়ে।

গ্লোবাল টি-টোয়েন্টির এবারের আসরে ৮টি দল ৭টি করে ম্যাচ খেলবে। শীর্ষ চার দল খেলবে প্লে অফে। প্লে অফের দুই দল নিয়ে হবে এবারের আসরের ফাইনাল।

কানাডার ব্র্যাম্পটনের সিএএ সেন্টারে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *