সিলেটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত
সিলেটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

সিলেট: সিলেটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে জাবের আহমদ নামে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (১০ জুলাই) দুপুর দেড়টার দিকে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের কাকরদিয়া কুশিয়ারা ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাবের আহমদ (১৬) শেওলা ইউনিয়নের নেরাউদি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে বিপরীতগামী মালবাহী ট্রাকের সামনের অংশের সঙ্গে সরাসরি ধাক্কা লেগে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী দুই কিশোর।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জাবের আহমদকে মৃত ঘোষণা করেন। আহত অপর কিশোর আরিফুল ইসলাম (১৫) উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক। তার মাথা, বুক ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার এবং ট্রাকটি জব্দ করেছে।

সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এনইউ/জেএইচ


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *