নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের মতো গতকালও সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। একই সঙ্গে গতকাল আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ০১ পয়েন্ট বা শূন্য দশমিক ০৬ শতাংশ বেড়ে ছয় হাজার ৩৩৮ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২ দশমিক ৬১ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭৭ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৭২ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ কমে দুই হাজার ১৮৮ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৯২১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৯৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ২২ কোটি ১৯ লাখ টাকা বেড়েছে। এদিন ২৯ কোটি ৬০ লাখ ৬ হাজার ১৬২টি শেয়ার ১ লাখ ৮৯ হাজার ২৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৭৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত ছিল ১৭৮টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে লুবরেফ বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ৫৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ফু-ওয়াং ফুড লিমিটেডের ৩২ কোটি ৯৭ লাখ, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের ২৫ কোটি ৩৪ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৪ কোটি ৪৩ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ২৩ কোটি ২৮ লাখ, এডিএন টেলিকম লিমিটেডের ২২ কোটি ৫৮ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০ কোটি ৫০ লাখ, অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেডের ১৮ কোটি ৮৩ লাখ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ১৬ কোটি ৫১ লাখ এবং আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ১৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গতকাল ১০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে ফু ওয়াং ফুড লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ১০ শতাংশ, দি ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৮৭ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৯ দশমিক ৮৩ শতাংশ, ফু ওয়াং সিরামিকস লিমিটেডের ৯ দশমিক ৭৮ শতাংশ, ইয়াকিন পলিমার লিমিটেডের ৯ দশমিক ৭১ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের ৯ দশমিক ৫৮ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৩৫ শতাংশ, মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ৯ দশমিক ১৬ শতাংশ এবং দেশবন্ধু পলিমার লিমিটেডের ৮ দশমিক ৮৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৬ দশমিক ৮৪ পয়েন্ট বা শূন্য দশমিক ০৬ শতাংশ বেড়ে ১১ হাজার ১৯৪ দশমিক ১১ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১০ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৩১ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত ছিল ৯২টির দর। সিএসইতে গতকাল মোট ১৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ২১ কোটি ২২ লাখ টাকার।
Source link