আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন রশিদ খান। জাতীয় দলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইপিএল, বিগ ব্যাশসহ বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলে ছোট দেশের বড় তারকার খ্যাতি পান এই লেগ স্পিনার।
রশিদ খানের প্রশংসা করে আফগান বোলিং কোচ হামিদ হাসান বলেন, সত্যি কথা বলতে তার দক্ষতা আছে। সে সারা দুনিয়া ঘুরে ক্রিকেট খেলে। দ্বিতীয়ত সে খুব ভালো ছাত্র। আপনি তাকে বোলিং নিয়ে কিছু বললেই সেটা সে দ্রুত আয়ত্ত করতে পারে।
তিনি আরও বলে, গত দুই ম্যাচে আমরা যেভাবে শুরু করেছি দারুণ ছিল। এজন্য আসন্ন এশিয়া আপ ও বিশ্বকাপের দিকে তাকিয়ে আমরা। এ সফর শেষে কিছুদিন বিরতি থাকবে। কিন্তু আমরা তবু খেলোয়াড়দের নিয়ে কাজ করব যাতে তারা ছন্দ ফিরে পায়। সম্ভবত পাকিস্তান বা শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের একটা সিরিজ খেলব। যদিও নিশ্চিত না। এশিয়া কাপ ও বিশ্বকাপে ছন্দটা ধরে রাখতে চেষ্টা করব।
Source link