কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওরে ডুবে যাওয়া এক নৌকার যাত্রীদের উদ্ধার করতে গিয়ে পানিতে তলিয়ে যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে হাওরের ভাতশালা সেতুর নীচ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কিশোরগঞ্জ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী।
নিহত সাবিকুল ইসলাম (২৩) উপজেলার আদমপুর ইউনিয়নের বড়াগীরকান্দি গ্রামের আব্দুর রহিমের ছেলে।
অষ্টগ্রাম থানার ওসি মুর্শেদ জামান সাংবাদিকদের বলেন, দুপুরে উপজেলার কাকুরিয়া থেকে একই পরিবারের সাতজন একটি গরুসহ ছোট ইঞ্জিনচালিত নৌকা দিয়ে বাজিতপুর উপজেলার বোয়ালিয়া গ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।
“নৌকাটি ভাতশালা সেতুর নীচে প্রবল স্রোতে যাত্রীসহ উল্টে যায়। এ সময় সাবিকুল তার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে সেতুর উপর দিয়ে যাচ্ছিলেন। নৌকাটি ডুবতে দেখে তিনি বন্ধুদের কাছে মোবাইল ফোন রেখে হাওরে নেমে পড়েন।
ওসি আরও বলেন, “সাবিকুল একে একে দুই শিশুকে উদ্ধার করেন। পরে একপর্যায়ে তিনি নিজেই পানিতে তলিয়ে যান। নৌকার অন্য যাত্রীরা সবাই পাড়ে উঠে আসেন।”
পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা গিয়ে সাবিকুলের মরদেহ উদ্ধার করে।
Source link