অবৈধ লেভেলক্রসিংয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, আহত ১
অবৈধ লেভেলক্রসিংয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, আহত ১

বন্দরনগরী চট্টগ্রামের উত্তর কাট্টলীর বাংলাবাজারে একটি অবৈধ লেভেলক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিন ও মাইক্রোবাসের সংঘর্ষে একজন আহত হয়েছেন।

চট্টগ্রামের উত্তর কাট্টলীর বাংলাবাজারে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় একটি মাইক্রোবাস। ছবি: রাজীব রায়হান/স্টার

“>
ট্রেন দুর্ঘটনা

চট্টগ্রামের উত্তর কাট্টলীর বাংলাবাজারে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় একটি মাইক্রোবাস। ছবি: রাজীব রায়হান/স্টার

বন্দরনগরী চট্টগ্রামের উত্তর কাট্টলীর বাংলাবাজারে একটি অবৈধ লেভেলক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিন ও মাইক্রোবাসের সংঘর্ষে একজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত মাইক্রোবাস চালক আক্তার হোসেনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

রেলওয়ের সিজিপিওয়াই স্টেশন মাস্টার আবদুল মালেক দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পাহাড়তলী থেকে রেলওয়ের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) আসার সময় একটি ইঞ্জিন একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়।’

ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জাফর ডেইলি স্টারকে বলেন, ‘রেলক্রসিংয়ে ব্যারিয়ার না থাকায় হঠাৎ মাইক্রোবাসটি রেললাইনে উঠে যায় এবং তখন ইঞ্জিনটি সেটিকে ধাক্কা দেয়।’

আকবর শাহ থানার উপপরিদর্শক ওয়াহিদ উল্লাহ ডেইলি স্টারকে বলেন, ‘আমরা মাইক্রোবাসটি রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি এবং আহত চালককে হাসপাতালে পাঠিয়েছি।’

এদিকে রেলওয়ে চট্টগ্রাম বিভাগের সহকারী ট্রাফিক কর্মকর্তা মনির উদ্দিন ডেইলি স্টারকে জানান, লেভেলক্রসিংটি অননুমোদিত বলে সেখানে কোনো গেটম্যান ছিল না।

রেলওয়ের তথ্য অনুযায়ী, পূর্বাঞ্চলে মোট রেলক্রসিংয়ের সংখ্যা ১ হাজার ৩৭৫টি। এর মধ্যে অননুমোদিত রেলক্রসিং ৯৯১টি।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *