
আজ ৯ জুলাই রবিবার। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়া জাগানো ঘটনা। এসব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। বদলে দিয়েছিল সমাজ, রাজনীতি, রাষ্ট্রশাসনের পদ্ধতি ও মানুষের জীবনপ্রবাহ এবং বুদ্ধি-বিবেচনার গণ্ডি। ওই নবপ্রবাহের প্রবল স্রোতে মানুষের জীবনে এসেছিল নতুনত্ব। মানবসমাজে জন্ম নিয়েছিল নতুন চিন্তাভাবনা। মানুষের বৌদ্ধিক চৌহুদ্দি নানামুখী চিন্তায় প্রসারিত হয়। মানুষের আবিষ্কার ও উদ্ভাবনে দেখা দিয়েছিল নবউদ্দীপনা। আসুন, জেনে নেওয়া যাক ওইসব ঘটনা সম্পর্কে। তথ্য নেওয়া হয়েছে উইকিডিপিয়া থেকে।
৬২৮ সালের এই দিনে হজরত রাসুলুল্লাহ (সা.) কর্তৃক রাজন্যবর্গের নামে পত্র প্রেরণ।
৭৪২ সালের এই দিনে ইমাম ইবন শিহাব যুহরীর মৃত্যুবরণ।
১৮১০ সালের এই দিনে নেপোলিয়ানের অধীনে হল্যান্ড ফরাসি সাম্রাজ্যের অধিভুক্ত হয়।
১৮১৬ সালের এই দিনে আর্জেন্টিনা স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৮৭৭ সালের এই দিনে উইম্বলডন প্রতিযোগিতার উদ্বোধন হয়।
১৯১৯ জার্মানির ভার্সাই চুক্তি অনুমোদন।
১৯৪১ সোভিয়েত ইউনিয়নের পসকভ অঞ্চল জার্মান নাৎসি বাহিনীর দখলে চলে যায়।
১৯৪৬ সালের এই দিনে শ্যামদেশের রাজা আনন্দ মাইদল আঁততায়ীর হাতে নিহত।
১৯৪৮ সালের এই দিনে এক মাস যুদ্ধবিরতির পর আরব ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়।
১৯৫৫ সালের এই দিনে নিউক্লিয়াস অস্ত্র প্রতিযোগিতার বিরুদ্ধে রাসেল আইনস্টাইনের ইশতেহার প্রকাশ।
১৯৬৯ সালের এই দিনে বাঘকে ভারতের জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
পিডিএস/মীর
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
Source link