আমেরিকা – ইউরোপের কূটনীতিকদের সফরের সময় দলটি ‘একদফা কর্মসূচি’ ঘোষণা করছে কেন?
আমেরিকা – ইউরোপের কূটনীতিকদের সফরের সময় দলটি ‘একদফা কর্মসূচি’ ঘোষণা করছে কেন?

ছবির ক্যাপশান,

গণঅধিকার পরিষদের সাথে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নূরুল হক নূর।

আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকা ও ইউরোপের কূটনীতিক তৎপরতার মধ্যে ঢাকায় বড় ধরনের সমাবেশের ডাক দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ। মাত্র দেড় কিলোমিটারের জায়গার ব্যবধানে উভয় দল এই সমাবেশ করবে। বুধবার দুপুরের পরে ঢাকার নয়া পল্টনে সমাবেশ করবে প্রধান বিরোধী দল বিএনপি এবং বায়তুল মোকারম এলাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ।

যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল যখন ঢাকা সফর করছে সেসময় দুই প্রধান রাজনৈতিক দলের এই সমাবেশ নানা কৌতূহলের জন্ম দিয়েছে।

বিএনপি বলছে, সমাবেশ থেকে ‘একদফা কর্মসূচি’ ঘোষণা করা হবে। কিন্তু সেই ‘একদফা কর্মসূচি’ কী হবে? ইউরোপ-আমেরিকার কূটনীতিকরা যখন ঢাকায় অবস্থান করছেন, তখন একদফা কর্মসূচির জন্য বিএনপি এই সময় বেছে নিয়েছে কেন?

সমাবেশ থেকে ‘একদফা কর্মসূচি’ ঘোষণার জন্য সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করার জন্য তৎপরতা চালাচ্ছে বিএনপি। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার নূরুল হক নূরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের সাথে বৈঠক করেছে বিএনপি।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *