রঙ বাংলাদেশ
সব মৌসুমেই দেশের অন্যতম ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশের আয়োজন থাকে। ক্রেতাদের জন্য আউটলেটগুলোতে পণ্য সাজানো হয়েছে বৃষ্টি ভেজা অনুভূতির আলোকে। এ আয়োজনে বর্ষার উপযোগী সুতি, লিনেন, হাফসিল্ক, মসলিন, বেক্সি-কটনসহ আরামদায়ক কাপড় ব্যবহার করা হয়েছে। পণ্যের সৌন্দর্যবর্ধনের জন্য পোশাকের ওপর ব্যবহার করা হয়েছে স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, হাতের কাজসহ নানারকম কারুকাজ। তৈরি করা হয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, টপস্, কামিজ, ফ্রক, পাঞ্জাবি, শার্টসহ রকমারি কালেকশন। রঙ বাংলাদেশের ঢাকাসহ সারা দেশের যে কোনো আউটলেটে পাওয়া যাবে বর্ষার এ আয়োজন। আউটলেট ছাড়াও ঘরে বসে কেনাকাটার সুবিধা উপভোগ করতে ঘুরে আসুন রঙ বাংলাদেশের ই-কমার্স ওয়েবসাইট www.rang-bd.com এবং rangbangladesh ফেসবুক পেজ। অর্ডার করলেই হোমডেলিভারি সার্ভিসের মাধ্যমে পণ্যটি পৌঁছে যাবে আপনার ঘরে নিরাপদে।
সুহৃদ
বর্ষা ঋতুকে উৎসবমুখর করতে ফ্যাশন শপ সুহৃদ এ বর্ষায় এনেছে আবহাওয়া উপযোগী বেশ কিছু নান্দনিক পলো শার্ট ও পাঞ্জাবি। নানা রঙের মানসম্মত, আরামদায়ক পলো শার্ট ও পাঞ্জাবিগুলোকে ঋতু উপযোগী করে তৈরি করা হয়েছে। এসব পলো শার্ট ও পাঞ্জাবি পেতে হলে আপনাকে সুহৃদ’র facebook.com/shuhrid.bd পেজে ইনবক্স করুন অথবা বিস্তারিত জানতে হট লাইন : ০১৬৪৮ ২৪ ১৮ ৮৭।
ব্যাং
ঋতু বৈচিত্র্যে বর্ষার অবস্থান ভিন্নতর। তাই ব্যাং বর্ষা ঋতু উপযোগী, বেশ রুচিশীল ও উৎসবনির্ভর পোশাক তৈরি করেছে। ব্যাং নিজের সৃজনশীলতায় তৈরি করছে একদম আলাদা স্টাইলের স্টাইলিস্ট সব টি-শার্ট, পলো শার্ট, শার্ট, পাঞ্জাবি। দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ব্যাং-এ পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি-শার্ট, পলো শার্ট, ফতুয়া, কাতুয়া, প্যান্ট, পাঞ্জাবিসহ নানারকম মানানসই পোশাক।
এ আবহাওয়ায় নিজেকে মানানসই করে তুলে ধরতে বেছে নিন পছন্দের পোশাকটি। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ব্যাং-এর যে কোনো আউটলেটে। হট লাইন : ০১৫৫৪ ৮৫৫ ৩৮৪। follow us on facebook : https://www.facebook.com/bang2006
Source link