নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকেরা এলে তাঁদের স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সাক্ষাৎকালে সারাহ কুক পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, তাঁদের আশা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে। এ সময় পররাষ্ট্র মন্ত্রী নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানানোর অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের অঙ্গীকারের ওপর জোর দেন।
Source link