‘ফাইনাল ফ্রন্টিয়ার’—এই শব্দযুগলের সঙ্গে ক্রিকেট-ভক্তরা ভালোভাবেই পরিচিত। ভারতে টেস্ট সিরিজ অধরা জয়ের কথা বোঝাতে যা প্রথম করেছিলেন সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। তুলনাটা হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যায়, তারপরও বলাই যায়, ওয়ানডেতে বাংলাদেশও প্রায় ‘ফাইনাল ফ্রন্টিয়ার’ হয়ে গিয়েছিল প্রতিপক্ষ দলগুলোর কাছে। ২০১৬ সালে ইংল্যান্ডের কাছে হারার পর টানা ৭টি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২৩ সালে এসে এই জয়ের ধারায় ছেদ টেনেছে সেই ইংল্যান্ডই।
ইংল্যান্ডের পর আফগানিস্তানের কাছেও সিরিজ হেরে যাওয়ায় প্রতিপক্ষ দলগুলোর কাছে ওয়ানডেতে বাংলাদেশের ‘ফাইনাল ফ্রন্টিয়ার’ পরিচয় বড় একটা ধাক্কাই খেয়েছে।
শুধু সিরিজ হারই নয়, আফগানিস্তানের কাছে ধবলধোলাই হওয়ার আশঙ্কা নিয়েই আজ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। অথচ সিরিজ শুরুর আগে তামিমরা আফগানদের ধবলধোলাই করতে পারবেন কি না, সেই প্রশ্নই বেশি হয়েছে। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ধবলধোলাই হয়েই যায়, তবে ফিরে আসবে ৯ বছরের পুরোনো স্মৃতি।
Source link