ওষুধের আনুপাতিক ব্যয়ে বাংলাদেশ কি সবার ওপরে?
ওষুধের আনুপাতিক ব্যয়ে বাংলাদেশ কি সবার ওপরে?

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

আগামী বছরের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে আবারও পরিবর্তন আসছে। এর মধ্যে বড় রকমের পরিবর্তন হচ্ছে ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ বিষয়ে।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

প্রথম আলো

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইতে আবারও পরিবর্তন

‘অনুশীলন’ ও ‘অনুসন্ধানী পাঠ’ নামে দুটি বই দেওয়ার কথা থাকলেও সেখান থেকে সরে এসেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এখন এই বিষয়ে একটি বই হবে। আর বিষয়বস্তুতে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। তুলনামূলক কম হলেও অন্যান্য বিষয়েও থাকছে পরিবর্তন। এনসিটিবি সূত্রে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন >>> শিক্ষাক্রম : বৈষম্য ও বিবর্তনবাদ বিতর্ক 

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট সেতুটি উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম। ৫০ বছর আগে টাইগারপাস থেকে দেওয়ানহাট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ওপর নির্মিত এ সেতু দিয়ে প্রতিদিন যানবাহন চলে কমপক্ষে ৭৩ হাজার।

প্রথম আলো

ঝুঁকিতে সেতু, দায়িত্ব নিচ্ছে না কেউ

গুরুত্বপূর্ণ এ সেতু নির্মাণের পর বড় কোনো সংস্কার হয়নি। ফলে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতুটি। এখন ধসের আশঙ্কা থাকলেও সংস্কারের দায়িত্ব নিতে রাজি নয় কোনো সরকারি সংস্থা।  পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, বিপজ্জনক অবস্থায় থাকা সেতুটি ধসে পড়লে চট্টগ্রাম নগরের যান চলাচলব্যবস্থা ভেঙে পড়বে। চট্টগ্রাম থেকে ঢাকাসহ সারা দেশে রেল চলাচল বন্ধ হয়ে যেতে পারে।

অনিয়মসহ বিভিন্ন কারণে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের এবারের চক্রের (সময়) চূড়ান্ত তালিকা থেকে ৫৮ হাজার ২৩৫ নারী বাদ পড়েছেন।

প্রথম আলো

চাল সহায়তা থেকে বাদ ৫৮ হাজার নারী

ভিডব্লিউবি কার্যক্রম-সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির ভাষ্য, জনপ্রতিনিধিদের পক্ষপাত, বরাদ্দ কার্ডের ভাগ-বাঁটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, মাঠপর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সংকট, নজরদারির দুর্বলতাসহ বিভিন্ন কারণে নির্ধারিত শর্ত পূরণ না করেও অনেকে তালিকাভুক্ত হয়েছেন। তালিকায় এখনো এমন নাম থাকতে পারে।

ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বিস্তার শুধু ঢাকায়ই সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে সারা দেশে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ৫৭ জেলায় রোগটি ছড়িয়ে পড়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। তবে সবার হিসাব সরকারের খাতায় থাকে না।

যুগান্তর

ডেঙ্গুতে ঢাকার পর চট্টগ্রামের অবস্থা নাজুক, ভর্তির ৩৬ শতাংশই শিশু

এদিকে ডেঙ্গুর ভয়াবহতা ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার সব হাসপাতালসহ ৬৪ জেলার সিভিল সার্জনকে জরুরি নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগী হাসপাতাল পর্যন্ত পৌঁছালে তার চিকিৎসা দিতে হবে।

আরও পড়ুন >>> ওষুধের অস্বাভাবিক দাম কেন? 

দেশে স্বাস্থ্যসেবায় যে অর্থ ব্যয় হয় তার প্রায় অর্ধেকই যাচ্ছে ওষুধে। গত কয়েক দশকে এ ব্যয় কমার কোনো লক্ষণ দেখা যায়নি। বর্তমানে এ ব্যয়ের হার ৪৪ শতাংশ। অর্থাৎ স্বাস্থ্য খাতে খরচের ১০০ টাকার মধ্যে ৪৪ টাকাই ওষুধের পেছনে ব্যয় হচ্ছে।

বণিক বার্তা

ওষুধের আনুপাতিক ব্যয়ে সবার ওপরে কি বাংলাদেশ

সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারার কারণে দেশে এ ব্যয় বেশি। এতে স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে ব্যক্তির বাড়তি ব্যয় (আউট অব পকেট এক্সপেনডিচার) বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অর্থনীতিবিদরা।

এছাড়া যুক্তরাষ্ট্রে গত বছর যে ১০টি কোম্পানি ছিল সবচেয়ে লাভজনক; বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জ একটি ‘লুটেরা মডেল’; টুইটারের জন্য থ্রেডস কত বড় হুমকি হতে পারে; পুরোনো জাহাজের আমদানি সর্বনিম্ন; একই পরিবারের পাঁচ জনসহ নিহত ৭; জটিল অঙ্কে ঢাকা-১৭; ডেঙ্গুর হটস্পট চট্টগ্রাম, ঘুমিয়ে চসিক সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *