দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বের করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বের করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা!
অপটিক্যাল ইলিউশন
এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
আরও পড়ুন: ভরপুর পুষ্টি, চাটনি হোক বা আচার, স্বাদের জুড়ি নেই, বলুন তো চালতার ইংরেজি কী? ৯৯ শতাংশই ডাহা ফেল
আরও পড়ুন: আকাশছোঁয়া দাম! টমেটোর বিরহ ভুলে হেঁসেলে ব্যবহার করুন এই ৭ উপাদান, স্বাদে টেক্কা দেবে
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বের করব আমরা! আপাতত যে ছবিটা চোখের সামনে দেখা যাচ্ছে, সেটা আমাদের অবস্থা করে তুলবে অনেকটা ঈশপের গল্পের খরগোশের মতো। সেই খরগোশ, যে কচ্ছপকে পাত্তা দিতে চায়নি। অথচ, শেষ পর্যন্ত দেখা গিয়েছিল, নিজের পথে হেঁটে কচ্ছপই আগে গন্তব্যে পৌঁছে গিয়েছে। এবারের অপটিক্যাল ইলিউশনটাও এক পথহাঁটা কচ্ছপকে নিয়েই। লাল ইটের রাস্তায় সে আপন মনে হেঁটে চলেছে, পথের দুধারে ঘন সবুজ ঝোপ। ৫ সেকেন্ডে তাকে খুঁজে বের করা যাবে?
কাজটা এমন কিছু কঠিন নয়। একটু বুদ্ধি শুধু খাটাতে হবে। দেখা যাচ্ছে ইটের রাস্তায় খুব ছোট দুটো জিনিস, একটার রঙ সবুজ, অন্যটার রঙ প্রায় ইটের সঙ্গে মিশে গিয়েছে। পথের দুধারে যেহেতু ঝোপ, তাই সবুজ জিনিসটা গাছের পাতা বলে ধরে নেওয়াই উচিত হবে। বাকিটা অবশ্যই সেই কচ্ছপ, যাকে আমরা খুঁজছি।
চেনা গেল তাকে?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Optical Illusion
Source link