ঝুম বর্ষায় ঘোরাঘুরি করবেন কোথায়
ঝুম বর্ষায় ঘোরাঘুরি করবেন কোথায়

গোযায়ান ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ধরনের হাউসবোট তুলনা করে দেখা সম্ভব। ট্যুরের জনপ্রতি খরচ, প্রতিদিনের খাবারের মেনু, ভ্রমণসূচি ইত্যাদি সবই সেখানে দেওয়া আছে। পছন্দ হলে অনলাইনেই বুক করে ফেলা যায়। আপনার টাঙ্গুয়ার হাওর ভ্রমণের অভিজ্ঞতাটা একেবারেই নিরবচ্ছিন্ন হয়ে যেতে পারে গোযায়ান ব্যবহার করার মাধ্যমে।

সিলেট বলতে শুধু টাঙ্গুয়ার হাওরই নয়; আরও আছে জাফলং, বিছনাকান্দি, রাতারগুল ইত্যাদি জায়গা। বর্ষাকালে দেশের আনাচকানাচের সব ঝরনা তাদের সম্পূর্ণ রূপ ধারণ করে। তাই হাম হাম, পান্থুমাই অথবা মাধবকুণ্ড দেখার শখ থাকলে এই মৌসুমেই ঘুরে আসা দরকার সিলেট। তা ছাড়া রাতারগুল নামের বিখ্যাত মিঠাপানির জলাভূমি শুধু বৃষ্টির সময়েই নৌকায় ঘোরা যায়। তাই এই বর্ষায় ছুটির পরিকল্পনায় রাখতে পারেন রহস্যময় রাতারগুলের ডালপালা ছড়ানো করচগাছের মাঝে নৌকায় ঘুরে বেড়ানোর রোমাঞ্চকর বিষয়টাও।

বর্ষা উপভোগ করার জন্য দক্ষিণের পাহাড়ি এলাকাতেও আলাদা ব্যবস্থা আছে। কাপ্তাই লেক। টাঙ্গুয়ার মতোই কাপ্তাই লেকেও এখন দেখা যায় আধুনিক ও বিলাসবহুল কিছু হাউসবোট। খাঁটি পাহাড়ি কায়দায় রান্না আঞ্চলিক খাবার এবং জীবনযাপনের আমেজ পেতে পারবেন এই হাউসবোটগুলোয়। এই অভিজ্ঞতা লাভ করতেও ব্যবহার করতে পারেন গোযায়ান। এক জায়গাতেই পাবেন কাপ্তাই লেকের সব ধরনের হাউসবোট বুক করার তথ্য। এই ট্যুরগুলোয় কাপ্তাই লেকের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি পলওয়েল পার্ক, শুভলং ঝরনা, বার্গী লেক ইত্যাদিও ঘুরে দেখার সুযোগ আছে। নৌকাতেই পাহাড়ি জুম চালের ভাত, ব্যাম্বু চিকেন, বাঁশকোড়ল ইত্যাদি সুস্বাদু পাহাড়ি খাবারের স্বাদ নিতে পারবেন। তাই এই বর্ষায় আপনার ঘুরতে যাওয়ার গন্তব্য হতে পারে কাপ্তাই লেক।

সাগর বা পাহাড়, যেখানেই ঘুরতে যান, আপনার সব ধরনের ভ্রমণ বুকিংয়ের জন্য ব্যবহার করতে পারেন গোযায়ান। তাই আপনার পরবর্তী ছুটিতে ঘোরাঘুরির পরিকল্পনাটা শুরু করে দিন এখনই।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *