সারা বছর বিভিন্ন টিভি চ্যানেল ও ইউটিউবে প্রচারিত হয় প্রচুর নাটক। এরমধ্যে কিছু নাটকের সিক্যুয়ালও থাকে। কয়েক বছর ধরে এর প্রতি নির্মাণে নির্মাতাদের বেশ আগ্রহ দেখা যাচ্ছে। দর্শকের চাহিদা মেটাতে প্রযোজক-পরিচালকরা গুরুত্ব দিচ্ছেন সিক্যুয়াল নির্মাণে।
মূলত জনপ্রিয়তার কারণেই নির্মাণ হয় নাটকের সিক্যুয়াল। বিশেষ করে ঈদ আয়োজনের একটা বড় জায়গাজুড়ে থাকে সিক্যুয়ালের আধিপত্য। এবারের ঈদেও এর ব্যতিক্রম হয়নি। চ্যানেলগুলো অনেক নাটকের সিক্যুয়াল প্রচার করছে। এরমধ্যে ধারাবাহিক নাটকের পাশাপাশি একক নাটকের সিক্যুয়ালও প্রচার হচ্ছে। দর্শকরাও ঈদ আনন্দে আগ্রহ নিয়ে উপভোগ করছেন সেইসব নাটক।
ঈদ আয়োজনে সাড়া জাগিয়েছে নাটক ‘পুনর্জন্ম’। আগে এর তিন কিস্তি দর্শক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। এবার দর্শক দেখলো ‘পুনর্জন্ম’র অন্তিম পর্ব’ ঈদের পরদিন শুক্রবার রাতে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারের পর ভিকি জাহেদের এই নাটকটির অন্তিম পর্ব প্রকাশিত হয় চ্যানেল আই প্রাইমের ইউটিউবে! স্ট্রিমিং হওয়ার সময় একসঙ্গে এক লাখের বেশি দর্শক দেখেন ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির বিশেষ এই নাটক! সিক্যুয়ালে নির্মিত এই নাটকের মূল চরিত্রে অভিনয় করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। ডার্ক-থ্রিলার ও সাসপেন্সে ভরা এ নাটক সবশ্রেণির দর্শকের মন জয় করে।
আগের মতো নিশো-মেহজাবীন ছাড়াও ‘পুনর্জন্ম’ ইউনিভার্সে নওশাবা, মুকুল সিরাজসহ আগে যাদের দেখেছেন দর্শক, অন্তিম পর্বে সবাইকে পাবেন। ২০২১ সালের জুলাইয়ে চ্যানেল আইয়ের উদ্যোগে ‘পুনর্জন্ম’ নির্মিত হয়েছিল। প্রথম কিস্তিতে নাটকটি ব্যাপকভাবে আলোচিত হয়। এরপর একই বছরের অক্টোবরে প্রচারিত হয় ‘পুনর্জন্ম ২’। গেল বছরের ১ অক্টোবর চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রচার হয় ‘পুনর্জন্ম ৩’।
এরপর রিলিজ দেওয়া হয় চ্যানেল আই প্রাইমের ইউটিউবে। ঈদ আয়োজনে বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে রাশেদ সীমান্ত অভিনীত ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ-২’। পরিচালনা করেছেন আল হাজেন। এর আগে গত ঈদুল ফিতরে টিপু আলম মিলনের গল্পে ‘হাবুর স্কলারশিপ’ নাটকটির অভাবনীয় সাফল্যের পর ঈদুল আজহার জন্য নির্মিত হয়েছে এ নাটকের সিক্যুয়াল। রাশেদ সীমান্ত ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন তানজিকা আমিন, সায়কা আহমেদ, মাহা, শফিক খান দিলু, অলিউল হক রুমী এবং অস্ট্রেলিয়া প্রবাসী কয়েকজন। টিপু আলম মিলনের গল্পে সুবাতা রাহিক জারিফের চিত্রনাট্যে ঈদের নাটক ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ-২’। আল হাজেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, আরফান আহমেদ, নরেশ ভূঁইয়া, রেশমী আহমেদসহ অনেকেই। ‘ফিমেল’ ও ‘ফিমেল ২’ নাটক দুটি দর্শকপ্রিয়তার পর এবার ঈদে বঙ্গর ইউটিউব চ্যানেলের জন্য কাজল আরেফিন অমি দর্শকদের জন্য নিয়ে এসেছেন ‘ফিমেল ৩’। অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সুমন পাটোয়ারী, লামিমা লাম, শিমুল শর্মা, আরফান মৃধা শিবলুসহ আরও অনেকে। শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের ‘ছোট কাকু’ সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্ব^নে এবারও নির্মিত হয়েছে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘মাওয়া থেকে হাওয়া’। বরাবরের মতো এবারও সিরিজটি নির্মাণের পাশাপাশি ছোট কাকু’র চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। চ্যানেল আইতে ঈদের আগের দিন থেকে ৬টা ১০ মিনিটে প্রচারিত হচ্ছে ‘মাওয়া থেকে হাওয়া’।
চলবে ৭ম দিন পর্যন্ত। ঈদের দিন রাতে চ্যানেল নাইনে প্রচারিত হয়েছে একক নাটক ‘মহব্বত ব্যাপারী-৫’। পরিচালনায় সাজ্জাদ হোসেন দোদুল। অভিনয়ে ইরেশ যাকের, নিপুণ প্রমুখ। এর আগে ‘মহব্বত ব্যাপারী’ নাটকের ৪টি পর্ব প্রচারিত হয়ে দর্শকের সাড়া পেয়েছে। একই চ্যানেলে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘বক্কর ২’। পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয়ে মারজুক রাসেল, নাদিয়া নদী, চাষী ইসলাম। দুরন্ত টিভিতে দর্শক দেখতে পান ‘হৈ হৈ হল্লা— সিজন ২’ পরিচালনা পার্থ প্রতীম হালদার। অভিনয়ে আফরা, ঋদ্ধি, তূর্য, আবুল হায়াত, শাহানাজ খুশি, সাজু খাদেম, প্রাণ রায়। রোজার ঈদে প্রচারিত হাড়কিপটে তেপাঙ্গের আর তার স্ত্রী নিলুর জনপ্রিয়তার রেশ থাকতেই তারা আবার এসেছেন এবারের ঈদে।
আগের কিস্তির মতো এবারও প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও তানজিন তিশা। সরকার সুমনের প্রযোজনায় কঞ্জুস নাটকের সিক্যুয়ালের গল্প ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। এবারে দম ফাটানো হাসির নাটকগুলোর তালিকায় অনায়াসেই শীর্ষস্থানটি দখল করে নিতে পারে ‘কঞ্জুস-২’। টিভি নাটকের আলোচিত পরিচালক সাগর জাহান এর আগে সাত পর্বের ধারাবাহিক ‘টিক্কা’ নির্মাণ করে বেশ ভালো সাড়া পেয়েছিলেন। দর্শকমহলে নাটকটি বিশেষ আগ্রহ তৈরি করেছিল। যার পথ ধরে এবারের ঈদে তিনি নিয়ে এসেছেন নাটকটির সিক্যুয়াল ‘টিক্কা রিটানর্স’। অ্যাকশন থ্রিলারধর্মী ৭ পর্বের এই ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, তানজিকা আমিন, ইশতিয়াক আহমেদ রুমেল, পাভেলসহ আরও অনেকে। এ ছাড়া প্রচারের অপেক্ষায় আছে আরও কিছু নাটকের সিক্যুয়াল। অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্মে প্রচারে এসেছে একাধিক সিক্যুয়াল। ২৮ জুন মুক্তি পায় ‘ইনফিনিটি টু’।
‘ইনফিনিটি’ সিরিজের প্রথম কিস্তি ওটিটিতে এসেছিল ২০২০-এ। সেবারে ‘ইনফিনিটি’র গল্প যেখানে শেষ হয়েছিল, এর সিক্যুয়াল শুরু সেখান থেকেই। ম্যাক্স রাহমানের চিত্রনাট্যে ‘ইনফিনিটি টু’ পরিচালনা করেছেন মেহেদি হাসিব। এতে অভিনয় করেছেন শরীফুল রাজ, আবদুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সাঞ্জু জনসহ আরও অনেকে।
যাযাদি/ এস
Source link