পলাশ উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাধ্যমিক সমমানের সরকারি মাদ্রাসার ৩০০ মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শিক্ষা সহায়ক উপকরণ ট্যাব বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল আলমের সভাপতিত্বে সোমবার দুপুরে উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে প্রধান অতিথি পলাশের সংসদ-সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ শিক্ষার্থীদের হাতে এ ট্যাব তুলে দেন।
এদিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মাধ্যমিক ও সমমানের বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় ডামুড্যা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ৮২ জন মেধাবী শিক্ষার্থীর হাতে এ ট্যাব তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি।
Source link