সরকারি একটি সংস্থার ওয়েবসাইট থেকে যে তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে, তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নয় বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। তবে তিনি স্বীকার করেছেন, ব্যক্তিগত নিরাপত্তার জায়গায় এ ধরনের তথ্য যে কারও কাছে গেলে ভবিষ্যতে তিনি সাইবার অপরাধ করতে পারেন।
নাগরিকদের তথ্য ফাঁস নিয়ে আলোচনার মধ্যে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোভুক্ত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, পাঁচ কোটি নাগরিকের তথ্য ফাঁসের প্রমাণ পাওয়া যায়নি। তবে ১০ জনের তথ্যও যদি ফাঁস হয়ে থাকে, সেটাও গ্রহণযোগ্য নয়।
Source link