‘বাংলাদেশের পাসপোর্ট পেতে যাচ্ছে ৬৯ হাজার রোহিঙ্গা’
‘বাংলাদেশের পাসপোর্ট পেতে যাচ্ছে ৬৯ হাজার রোহিঙ্গা’

রোহিঙ্গা প্রসঙ্গে যুগান্তরের প্রধান শিরোনাম, “পাসপোর্ট পেতে যাচ্ছে ৬৯ হাজার ‘রোহিঙ্গা’”। এই খবরে সৌদি আরবের চাপে বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি) রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দিতে যে প্রস্তুতি নিতে শুরু করেছে সেই বিষয়টি উঠে এসেছে।

তবে চূড়ান্তভাবে প্রবাসী রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি পাসপোর্ট তুলে দেওয়ার আগে বিষয়টি নিয়ে আরও যাচাই-বাছাইয়ের কথা বলছেন সংশ্লিষ্টরা। প্রতিবেদনে বলা হয়েছে নানা উপায়ে বাংলাদেশ থেকে পালিয়ে সৌদিতে গেছেন বিপুলসংখ্যক রোহিঙ্গা। যাদের বেশিরভাগই পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে সেদেশে অবস্থান করছেন।

এসব অবৈধ রোহিঙ্গার পাসপোর্ট দিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশকে চাপ দিয়ে আসছে সৌদি আরব। তবে বাংলাদেশ এতদিন বিষয়টি আমলে নেয়নি। কিন্তু সৌদির শ্রমবাজারে নেতিবাচক প্রভাবের আশঙ্কাসহ আরও বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে শেষ পর্যন্ত ঢাকার অবস্থান এখন ‘নমনীয়’ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *