কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে পর্যটন শহরে হোটেল ও রিসোর্ট বুকিংয়ে বিকাশে পেমেন্ট করলে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়সহ বিভিন্ন আর্থিক সুবিধা পাচ্ছেন গ্রাহক।
এই অফার আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ।
কক্সবাজারের নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, জল তরঙ্গ, হোটেল দ্য কক্স টুডে এবং বগুড়ার মোমো ইনে এই ছাড় পাবে বিকাশ গ্রাহক।
হোটেল কক্স টুডেতে ৬০ শতাংশ, জল তরঙ্গে রবি-বুধবার ৫৫ শতাংশ ও বৃহস্পতি-শনিবার ৫০ শতাংশ পর্যন্ত ছাড় এবং মোমো ইনে ৫০ শতাংশ, নিসর্গ হোটেল এন্ড রিসোর্টে রবি-বৃহস্পতিবার ২০ শতাংশ এবং সিগাল হোটেলে ৫০ শতাংশ ডিসকাউন্ট উপভোগ করতে পারবে বিকাশ গ্রাহকরা।
কক্সবাজারের সিগাল হোটেলে এই সুবিধা পাওয়া যাবে ৩১ আগস্ট পর্যন্ত। এছাড়াও ঢাকার কাছের সারাহ রিসোর্টে ৩০ জুলাই পর্যন্ত বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাবেন ৭৫০ টাকা ক্যাশব্যাক।
বিকাশ অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে পেমেন্টে করে এই অফারগুলো নিতে পারেন গ্রাহকরা।
Source link