চুলের দুটি সহজ প্যাক
বর্ষায় অনেকের চুলের কোমল ভাব চলে যায়। প্রাণবন্ততা কমে যায়। এসব সমস্যার সহজ সমাধান এনে দেবে নিচের দুটি প্যাক।
১. রুক্ষ চুলের জন্য ১ কাপ টক দই, আধা কাপ অ্যালোভেরা, ১ চা-চামচ মেথিগুঁড়া, ১ চা-চামচ আমলকীগুঁড়া ও ১টি ডিম দিয়ে প্যাক তৈরি করুন। সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে প্যাক। প্যাকটি চুলে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। চুল কোমল হবে। খুশকির সমস্যা থাকলে এই প্যাক লাগানোর আগে আধা চা-চামচ লেবুর রস যোগ করে নিন।
২. সব ধরনের চুলের জন্য অন্য আরেকটি প্যাক তৈরি করা যায়। এর জন্য চাই ত্রিফলা, অর্থাৎ আমলকী, হরীতকী আর বহেরাগুঁড়ার মিশ্রণ। এই মিশ্রণ নিন ১ চা-চামচ। মেথিগুঁড়াও নিন ১ চা-চামচ। সঙ্গে আরও চাই আধা কাপ টক দই, ১টি ডিম ও ১টি ছোট পেঁয়াজ। সব উপকরণ ব্লেন্ড করলেই হয়ে গেল প্যাক। চুলে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। অতিরিক্ত খুশকির সমস্যা থাকলে ব্লেন্ড করার আগে যোগ করে নিন আদাবাটা, লেবুর রস ও নারকেল তেল, প্রতিটিই ১ চা-চামচ করে।
মজবুত, ঘন চুলের জন্য বিশেষ যত্ন
৪ কাপ পানি ও ৪ টেবিল চামচ তিসিবীজ মৃদু আঁচে জ্বাল দিন ১০ মিনিট। ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিন। এরপর যোগ করুন ১ চা-চামচ জলপাই তেল ও ২টি ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস। মাথায় লাগানোর আধা ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। খুশকি থাকলে এটি ব্যবহারের আগে এর সঙ্গে আধা চা-চামচ লেবুর রস যোগ করে নিন।
Source link