মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

বিদ্যুতের ভেলকিতে কয়েকমাস ধরে টালমাটাল দ্বীপ উপজেলা মনপুরা। দিনে-রাতে সবমিলিয়ে ৩ থেকে ৪ ঘণ্টার বেশি বিদ্যুৎ পায় না স্থানীয়রা। তাই তারা ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমেছে। বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে যোগ দেয় শিক্ষার্থী ও স্থানীয়রা।

সোমবার দুপুর ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা সদর হাজীরহাট বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত ফকিরহাট বাজারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় দুই বাজারে সব ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধনে যোগ দেয়। এই ব্যাপারে মনপুরার ওজোপাডিকো এর আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আবদুছ সালাম জানান, কয়েকটি মেশিন নষ্ট তাই বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। খুলনা থেকে প্রকৌশলী এসে কাজ করছেন। আশা করছি দ্রুত সময়ে আবারও ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করতে পারব।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *