ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে গেলে চারটি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আড়াই ঘণ্টার চেষ্টায় মেরামতের পর আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শনিবার (১৭ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ।
ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পারদর্শক দীপক কুমার পাল জানান, ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেন ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে কেওয়াটখালি এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। পরে কেওয়াটখালি লোকোসেডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে বগিটি উদ্ধার করেন।
এর আগে, সকাল ৮টার দিকে ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হলে ময়মনসিংহের সঙ্গে নেত্রকোণা-ভৈরব-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
Source link