রাজশাহী নগরের ২৮ জায়গায় এডিস মশার লার্ভা
রাজশাহী নগরের ২৮ জায়গায় এডিস মশার লার্ভা

হাবিবুল আহসান তালুকদার আরও বলেন, রাজশাহীতে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যায়নি। আক্রান্ত ব্যক্তিদের সবাই বাইরে থেকে এসেছেন। তবে এখান থেকেও যে ডেঙ্গু আক্রান্ত হবে না, তা বলা যাচ্ছে না। সম্ভাব্য আশঙ্কা ধরে নিয়েই আগে থেকেই তাঁরা সচেতন হলে পরিস্থিতি সহজেই মোকাবিলা করা সম্ভব। এ ছাড়া তাঁরা উপজেলা পর্যায়েও সচেতন হওয়ার জন্য সিভিল সার্জনদের মাধ্যমে চিঠি দিয়েছেন। এ সময়ে কোথাও পানি জমতে দেওয়া যাবে না।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জানা গেছে, ১৪ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম তিনজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হন। আজ পর্যন্ত ৪৯ জন রোগী ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৩৬ জন ইতিমধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ভর্তি আছেন চারজন। এখন পর্যন্ত ভর্তি হওয়া সবাই বাইরে থেকে আসার পর জ্বরে আক্রান্ত হয়েছেন। পরে¦পরীক্ষায় তাঁদের ডেঙ্গু ধরা পড়ে।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *