দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বের করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বের করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
আরও পড়ুন: ছোট, কিন্তু তুচ্ছ নয়, লাল ইটের রাস্তায় আপন মনে হেঁটে চলেছে, ৫ সেকেন্ডে খুঁজে পাবেন কি কচ্ছপটাকে
আরও পড়ুন: ভরপুর পুষ্টি, চাটনি হোক বা আচার, স্বাদের জুড়ি নেই, বলুন তো চালতার ইংরেজি কী? ৯৯ শতাংশই ডাহা ফেল
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বের করব আমরা! আপাতত যে ছবিটা চোখের সামনে দেখা যাচ্ছে, সেটা তুলে ধরেছে একটা বাড়ির ছবি। বিদেশি বাড়ি, ছবিতে যে পরিবেশ দেখা যাচ্ছে তাও বিদেশি। সেখানে চোখে পড়ছে একটা লোক, সে ডেস্কে বসে কিছু একটা লিখছে। পায়ের কাছে বসে তার কুকুর। কথা হল, এই ছবি রেডিট-এ পোস্ট করে জানতে চাওয়া হয়েছে লোকটা ঘরের মধ্যে বসে আছে না বাইরে!
Is the man in the house or not?
by u/volossaveroniki in opticalillusions
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Optical Illusion
Source link