সারা আলি খান, সারা তেন্ডুলকর অতীত! শুভমানের সঙ্গে জুড়ে গেল রশ্মিকার নাম
সারা আলি খান, সারা তেন্ডুলকর অতীত! শুভমানের সঙ্গে জুড়ে গেল রশ্মিকার নাম

News18 Bengali | March 09, 2023, 15:46 IST

Shubman Gill And Rashmika Mandanna: সারা আলি খান নাকি রশ্মিকা মান্দানা! কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শুভমান গিল!

1/ 5

সারা আলি খান, সারা তেন্ডুলকরের সঙ্গে তাঁর নাম জুড়েছিল। শুভমান গিলের নাম এবার জুড়ল দক্ষিণের জনপ্রিয় নায়িকা রশ্মিকা মান্দানার সঙ্গে।

গত কয়েকদিন ধরে শুভমনাকে নিয়ে একটি কথা রটে যায়। রশ্মিকা মান্দানা নাকি তাঁর ক্রাশ! এবার সেই ব্য়াপারে কথা বললেন ভারতীয় দলের তারকা ওপেনার।

শুভমান জানিয়েছেন, কোনও এক মিডিয়া তাঁর সঙ্গে রশ্মিকা মান্দানার নাম জুড়ে দিয়েছে। এই ব্যাপারে তিনি নিজেও কিছুই জানেন না।

এর আগে একটি পাঞ্জাবি শো-তে সঞ্চালক তাঁকে প্রশ্ন করেছিলেন, শুভমান কি সত্যিই সারাকে ডেট করছেন! শুভমান সেই প্রশ্নের উত্তরে বলেছিলেন, maybe.

অনেকেই রশ্মিকা মান্দানাকে ন্যাশনাল ক্রাশ বলেন। শুভমান এর আগে বলেছিলেন, রশ্মিকাকে তাঁরও ভাল লাগে। তবে এখন তিনি ১৮০ ডিগ্রি ঘুরে জানিয়েছেন, পুরোটাই রটনা।

Published by:Suman Majumder

First published:March 09, 2023, 15:46 IST


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *