সিআইডিতে ডিজিটাল ফরেনসিকের উপর প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
সিআইডিতে ডিজিটাল ফরেনসিকের উপর প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আমেরিকান সফটওয়্যার কোম্পানির সহযোগিতায় সিআইডিতে ডিজিটাল ফরেনসিকের উপর তিন দিনব্যাপি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সিআইডির সদর দপ্তরে ডিজিটাল ফরেনসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান জানান, কোর্সটি আমেরিকান সফটওয়্যার ডেভলাপার কোম্পানি ম্যাগনেট ফরেনসিকের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। সিআইডির ডিজিটাল ফরেনসিক ইউনিটের ৩৫ জন কর্মকর্তা কোর্সে অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণ কোর্সে ডিজিটাল ডিভাইস থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। যা ডিজিটাল অপরাধ তদন্ত ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিআইডির ডিআইজি(এইচআরএম) মো. মাইনুল হাসান, ডিআইজি (ফরেনসিক) আবু কালাম সিদ্দিক, ডিআইজি (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) হাবিবুর রহমান, ডিআইজি (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ), ইমাম হোসেন, ডিআইজি (সিপিসি) শ্যামল কুমার নাথ প্রমুখ।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *