পরিবহন ধর্মঘট স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবির। এ বিষয়ে তিনি বলেন, উভয় পক্ষের সমঝোতা এবং সম্মতির ভিত্তিতে বুধবার সকাল থেকে সিলেট জেলায় ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। ধর্মঘট স্থগিত হয়ে যাওয়ায় বুধবার সব ধরনের যানবাহন চলাচল করবে।
এর আগে জৈন্তাপুরে গত শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় পাঁচ যাত্রী নিহতের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পরিবহনের মালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে বুধবার সকাল ছয়টা থেকে ধর্মঘট ডেকেছিলেন পরিবহনের নেতারা।
জানা গেছে, সিলেটের জৈন্তাপুরে গত শুক্রবার রাতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হন। এ ঘটনায় কোনো মামলা হয়নি। হয়নি মরদেহের ময়নাতদন্তও। নিহত ব্যক্তিদের স্বজনেরা চেয়েছিলেন, দুর্ঘটনাটির জন্য যাঁরা দায়ী, সেই বাসের মালিক-শ্রমিকদের প্রতিনিধি হয়ে কেউ এসে তাঁদের প্রতি সহমর্মী হোক। তবে তেমনটা হয়নি। এর ফলে স্থানীয় বাসিন্দারা সালিসের মাধ্যমে চেয়েছিলেন ওই সড়ক দিয়ে চলাচলকারী পরিবহনের অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের ছাঁটাই করতে। এ জন্য তাঁরা গত রোববার সিলেট-তামাবিল মহাসড়কে কিছু বাস ও মিনিবাস আটকে দেন। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন সিলেটের পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর নেতারা।
Source link